ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফলে আগে ব্যাটিং করবে নোয়াখালী এক্সপ্রেস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। টস জয়ের পর রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং বেছে নেন।
এটি রাজশাহী ও নোয়াখালীর মধ্যে দ্বিতীয় দেখা। প্রথম ম্যাচে রাজশাহী ৬ উইকেটে জয় পেয়েছিল। এখন পর্যন্ত চলতি আসরে কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি নোয়াখালী এক্সপ্রেস।
নবাগত দলটি পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে। ঢাকার বিপক্ষে এক ম্যাচে মাত্র ৬১ রানে অলআউট হয়ে বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর রেকর্ডও গড়েছে তারা। সর্বশেষ ম্যাচেও ঢাকার কাছে ৭ উইকেটে পরাজিত হয় নোয়াখালী।
নোয়াখালী একাদশ
সৌম্য সরকার, মাজ সাদাকাত, শাহাদত হোসেন, মাহিদুল ইসলাম (উইকেটকিপার) , জাকের আলী, মোহাম্মদ নবী, হায়দার আলী (অধিনায়ক), হাসান মাহমুদ, জহির খান, আবু জায়েদ ও মেহেদী হাসান।
রাজশাহী একাদশ
মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, রায়ান বার্ল, মেহরব হোসেন, তানজিম হাসান, রিপন মন্ডল, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।








