দুটি সম্ভাবনা বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু না পাল্টালে আইসিসির সামনে যে কঠিন সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল রবিবার আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছে বিসিবি। এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির মনোভাব ইতিবাচক বলেই জানা গেছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আইসিসি। যদিও এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে এক বা দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তবে যতক্ষণ না আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ পরিস্থিতি অনিশ্চিতই থাকছে। এই অবস্থায় আইসিসির সামনে আরও দুটি বিকল্প পথ খোলা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রথম বিকল্প অনুযায়ী, ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে অংশ না নিলে বাংলাদেশ ওয়াকওভার দিতে বাধ্য হতে পারে। সেক্ষেত্রে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো প্রতিটি ম্যাচে দুই পয়েন্ট করে পাবে। অতীতেও এমন নজির রয়েছে। ১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে না গেলে নিয়ম অনুযায়ী স্বাগতিকরা দুটি ম্যাচেই জয় পায়। ওই আসরেও ভারত ছিল যৌথ আয়োজক। আবার ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ড জিম্বাবুয়েতে না গিয়ে ম্যাচ পরিত্যক্ত করে, ফলে পূর্ণ পয়েন্ট পায় স্বাগতিকরা। একই আসরে কেনিয়ার বিপক্ষে না খেলায় নিউজিল্যান্ডও ওয়াকওভার দেয়।

দ্বিতীয় বিকল্পটি আরও কঠিন। সেক্ষেত্রে বাংলাদেশকে পুরো বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হতে পারে। তখন অন্য কোনো দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। এমন ঘটনা ঘটেছিল ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে না এলে তাদের বাদ দিয়ে বাছাইপর্বের রানার্সআপ আয়ারল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতে হওয়ার কথা। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত রয়েছে। হাতে মাত্র এক মাস সময় থাকায় এখন দেখার বিষয়, বাংলাদেশের দাবি মেনে আইসিসি চারটি ম্যাচই ভারতের বাইরে সরানোর অনুমোদন দেয় কি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সত্যকে চাপা দেওয়া যায় না, ডিএনএ শনাক্তকরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা

» যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই : এম সাখাওয়াত

» তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল

» বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বনপাড়া পৌরশহরে দোয়া ও মিলাদ মাহফিল

» সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষা সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

» ভিভো এক্স৩০০ প্রো: সবার প্রিয় ফ্ল্যাগশিপ

» ২০২৬ সালে তরুণদের দৈনন্দিন ব্যবহারে গুরুত্ব দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো

» মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান

» জকসুর ১৪ কেন্দ্রের ফল: ভিপি পদে ২৪৯ ভোটে এগিয়ে ছাত্রদল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুটি সম্ভাবনা বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু না পাল্টালে আইসিসির সামনে যে কঠিন সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল রবিবার আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছে বিসিবি। এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির মনোভাব ইতিবাচক বলেই জানা গেছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আইসিসি। যদিও এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে এক বা দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তবে যতক্ষণ না আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ পরিস্থিতি অনিশ্চিতই থাকছে। এই অবস্থায় আইসিসির সামনে আরও দুটি বিকল্প পথ খোলা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রথম বিকল্প অনুযায়ী, ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে অংশ না নিলে বাংলাদেশ ওয়াকওভার দিতে বাধ্য হতে পারে। সেক্ষেত্রে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো প্রতিটি ম্যাচে দুই পয়েন্ট করে পাবে। অতীতেও এমন নজির রয়েছে। ১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে না গেলে নিয়ম অনুযায়ী স্বাগতিকরা দুটি ম্যাচেই জয় পায়। ওই আসরেও ভারত ছিল যৌথ আয়োজক। আবার ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ড জিম্বাবুয়েতে না গিয়ে ম্যাচ পরিত্যক্ত করে, ফলে পূর্ণ পয়েন্ট পায় স্বাগতিকরা। একই আসরে কেনিয়ার বিপক্ষে না খেলায় নিউজিল্যান্ডও ওয়াকওভার দেয়।

দ্বিতীয় বিকল্পটি আরও কঠিন। সেক্ষেত্রে বাংলাদেশকে পুরো বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হতে পারে। তখন অন্য কোনো দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। এমন ঘটনা ঘটেছিল ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে না এলে তাদের বাদ দিয়ে বাছাইপর্বের রানার্সআপ আয়ারল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতে হওয়ার কথা। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত রয়েছে। হাতে মাত্র এক মাস সময় থাকায় এখন দেখার বিষয়, বাংলাদেশের দাবি মেনে আইসিসি চারটি ম্যাচই ভারতের বাইরে সরানোর অনুমোদন দেয় কি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com