মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : গত কদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আলোচনার কেন্দ্রে ছিলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারের এই ফ্রাঞ্চাইজি খেলা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্তই মোস্তাফিজের আইপিএল খেলতে না পারার শঙ্কাই সত্যি হলো। এবারের আইপিএলে খেলতে পারবেন না তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে কলকাতা রাইট রাইডার্সকে। আজ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে, বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া, যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।

সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও বিসিসিআই শুরুতে ‘প্রতীক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অবলম্বন করেছিল। সাইকিয়া জানিয়েছেন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাবলির প্রেক্ষিতে’।

সম্প্রতি মোস্তাফিজকে নেওয়ায় তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে পড়েন বলিউড তারকা ও ফ্রাঞ্চাইজিটির স্বত্বাধিকার শাহরুখ খান। এই ইস্যুতে তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন একাধিক হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতা। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস বিষয়টিকে ভারতের বহুত্ববাদে আঘাত বলে আখ্যা দিয়েছে।

এই বিতর্কে যোগ দেওয়া বিজেপি নেতা সঙ্গীত সোম  শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত একটি দেশের খেলোয়াড়ের পেছনে বিনিয়োগ করা হচ্ছে। এএনআইকে দেওয়া বক্তব্যে সোম বলেন, যেকোনো মূল্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হবে না এবং তিনি নাকি বিমানবন্দর থেকেই বেরোতে পারবেন না।

তবে এর আগে এমন আলোচনার মধ্যেই মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো শঙ্কা দেখছিলেন না বিসিসিআইয়ের এক কর্মকর্তা। ইনসাইডস্পোর্টকে ওই কর্তা বলেছেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনও নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজের। শুরুর আসরেই জেতেন শিরোপা, হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। এরপর খেলছেন নিয়মিত । সানরাইজার্সের পর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। এবার ৯.২ কোটিতে দল পাওয়া মোস্তাফিজ ৬ষ্ঠ দল হিসেবে কলকাতায় খেলার কথা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান

» জকসুর ১৪ কেন্দ্রের ফল: ভিপি পদে ২৪৯ ভোটে এগিয়ে ছাত্রদল

» পুলিশের পৃথক অভিযানে ৪১ জন গ্রেপ্তার

» তারেক রহমানের সঙ্গে গুলশান থানা বিএনপির মতবিনিময়

» গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

» কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান

» তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার : আমীর খসরু

» আসন নিয়ে চাপ বাড়ছে ১১ দলীয় জোটে

» নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ইসি সানাউল্লাহ

» যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যস্থতা করতে প্রস্তুত ‘সফল’ কাতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : গত কদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আলোচনার কেন্দ্রে ছিলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারের এই ফ্রাঞ্চাইজি খেলা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্তই মোস্তাফিজের আইপিএল খেলতে না পারার শঙ্কাই সত্যি হলো। এবারের আইপিএলে খেলতে পারবেন না তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে কলকাতা রাইট রাইডার্সকে। আজ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে, বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া, যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।

সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও বিসিসিআই শুরুতে ‘প্রতীক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অবলম্বন করেছিল। সাইকিয়া জানিয়েছেন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাবলির প্রেক্ষিতে’।

সম্প্রতি মোস্তাফিজকে নেওয়ায় তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে পড়েন বলিউড তারকা ও ফ্রাঞ্চাইজিটির স্বত্বাধিকার শাহরুখ খান। এই ইস্যুতে তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন একাধিক হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতা। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস বিষয়টিকে ভারতের বহুত্ববাদে আঘাত বলে আখ্যা দিয়েছে।

এই বিতর্কে যোগ দেওয়া বিজেপি নেতা সঙ্গীত সোম  শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত একটি দেশের খেলোয়াড়ের পেছনে বিনিয়োগ করা হচ্ছে। এএনআইকে দেওয়া বক্তব্যে সোম বলেন, যেকোনো মূল্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হবে না এবং তিনি নাকি বিমানবন্দর থেকেই বেরোতে পারবেন না।

তবে এর আগে এমন আলোচনার মধ্যেই মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো শঙ্কা দেখছিলেন না বিসিসিআইয়ের এক কর্মকর্তা। ইনসাইডস্পোর্টকে ওই কর্তা বলেছেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনও নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজের। শুরুর আসরেই জেতেন শিরোপা, হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। এরপর খেলছেন নিয়মিত । সানরাইজার্সের পর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। এবার ৯.২ কোটিতে দল পাওয়া মোস্তাফিজ ৬ষ্ঠ দল হিসেবে কলকাতায় খেলার কথা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com