বাইজিদ আহাম্মেদ নরসিংদীপ্রতিনিধি:”সম্প্রীতি, সাংস্কৃতি ও সৌহার্দ্যের মিলনমেলা” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠের পশ্চিম পাশে কলেজটির প্রতিষ্ঠাতা এম এ হাকিম ফিতা কেটে এ কমিউনিটি সেন্টারে উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো: নাজিবুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার সাকু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।
এসময় মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ ও সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম বলেন, আমার সহধর্মিণীর ইচ্ছে ছিল একটি ফান্ড তৈরি করে কলেজ ও মাদ্রাসার কাজে ব্যয় করার। সেই ইচ্ছে আজ এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করা হয়েছে। সাহানারা হাকিম কমিউনিটি সেন্টার থেকে যে টাকা উপার্জন করা হবে এর থেকে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এবং হাজী মুহম্মদ আয়েত আলী মুহম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার কাজে ব্যয় করা হবে। তাই সকলেকে এই মহতি কাজে অংশ গ্রহণের মাধ্যমে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারটি ভাড়া নেওয়ার জন্য আহব্বান জানান তিনি।








