সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ফারজানা আক্তার (৩৫) ও মো. সুমন শিকদার নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুর ১২টায় লৌহজং উপজেলার সাতঘরিয়া এলাকা থেকে আটক করা হয়।
আটক ফারজানা আক্তার লৌহজং উপজেলার সাতঘড়িয়া (গোয়ালীমান্দ্রা) রুকন মন্ডলের স্ত্রী। অন্য আসামি মো. সুমন সিকদার শ্রীনগর থানার মৃত আমজাদ সিকদারের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে ।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর পুলিশ পরিদর্শক (নি.) মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নি.) মো. কামরুল হাসান পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে লৌহজং উপজেলার সাতঘরিয়া এলাকা থেকে ফারজানা আক্তার এর বসত ঘরের সামনে থেকে ফারজানা আক্তার (৩৫) ও মো. সুমন সিকদারকে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








