নতুন বছরে মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি কখনোই নতুন কোনো রেকর্ড ভাঙা বা নতুন মাইলফলকে পৌঁছানো থেকে দূরে থাকেন না। ২০২৬ সালে মেসি তাঁর অবিশ্বাস্য ক্যারিয়ারের আরেকটি বিশাল মাইলফলকের খুব কাছাকাছি রয়েছেন-সেটি হলো ৯০০তম গোল।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৮৯৬। আর্জেন্টিনা, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে এই গোলগুলো এসেছে। ২০২৫ সালের শেষ ম্যাচে গত ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের পর এই সংখ্যায় পৌঁছান তিনি।

২০২৬ সালের এমএলএস মৌসুম শুরু হবে ২১ ফেব্রুয়ারি। এদিকে আর্জেন্টিনাও আবার মাঠে নামবে ২৭ মার্চ, দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমায়। ফলে মেসির ৯০০তম গোল দেখতে আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ৩৮ বছর বয়সী এই তারকা প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেই প্রয়োজনীয় চার গোল করতে খুব বেশি দেরি করবেন না বলেই অনুমেয়।

বর্তমানে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোই একমাত্র সক্রিয় ফুটবলার, যিনি পেশাদার ক্যারিয়ারে ৯০০’র বেশি গোল করেছেন। তিনি এই কীর্তি গড়েন ২০২৪ সালের সেপ্টেম্বরে। পেশাদার ফুটবলারদের মধ্যে পরের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানোদস্কি (৬৮৫ গোল)। আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার সঙ্গে ‘৯০০ ক্লাব’-এ অন্য কারও যোগ দেবার সম্ভাবনা আপাতত নেই।

মেসির গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের মে মাসে। বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে লিগ ম্যাচে শেষ দুই মিনিটে বদলি হিসেবে নেমে ২-০ গোলে জয়ের পথে নিজের প্রথম পেশাদার গোলটি করেন তিনি। শুরুটা তখন থেকেই।

উন্নতির প্রতিটি ধাপে মেসির ওপর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবু সেই প্রথম গোলের পর যে অবিশ্বাস্য সাফল্য আসবে, তা কেউই কল্পনা করতে পারেনি। ২১ বছর পরও মেসি এমন ধারাবাহিকতায় গোল করে চলেছেন যে, তিনি আর কতদূর যেতে পারবেন তা বলা কঠিন।

রোনালদোর ১০০০ গোলের লক্ষ্যে পৌঁছানো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ৪০ বছর বয়সী রোনালদো এখন সেই লক্ষ্যের মাত্র ৫০ গোল দূরে। কিন্তু মেসি যখন ৯০০’র কাছাকাছি, তখন প্রশ্ন উঠছে, তিনি কি ১০০০ গোলের স্বপ্নও দেখতে পারেন? আর পর্তুগিজ তারকার চেয়ে প্রায় আড়াই বছর ছোট হওয়ায়, অবসরে যাওয়ার সময় কি তাঁর গোলসংখ্যা রোনালদোর চেয়েও বেশি হতে পারে?

মেসির অধিকাংশ গোল এসেছে সেই ক্লাবেই, যেখানে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন-বার্সেলোনা। ১৭ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে তিনি করেছেন ৬৭২ গোল, যা তাঁর মোট গোলের প্রায় ৭৫ শতাংশ।

পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৩২ গোল করেন মেসি। এরপর ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮৮ ম্যাচে করেছেন ৭৭ গোল।

আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে তাঁর গোল ১১৫টি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা দু’টি গোল (এছাড়া টাইব্রেকারে একটি পেনাল্টি)। সব মিলিয়ে ক্যারিয়ারে ১১৩৭ ম্যাচে মেসির গোলসংখ্যা ৮৯৬।

২০০৪-০৫ মৌসুমে ১৭ বছর বয়সে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় মেসির। সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তিনি মাত্র এক গোল করেন, যেটি ছিল তাঁর প্রথম পেশাদার গোল।

২০০৬ সালের মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০০৫-০৬ মৌসুমে (১০ গোল) তিনি প্রথমবার দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছান এবং পরবর্তী টানা ২০ মৌসুমেও সেই ধারা বজায় রাখেন।

২০১১-১২ মৌসুম ছিল মেসির একক মৌসুমে সর্বোচ্চ গোলের বছর। ক্লাব ও দেশ মিলিয়ে ৮২ গোল। একই মৌসুমে ২৪ বছর বয়সে তিনি বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন।

২০১৪-১৫ মৌসুমে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হন মেসি। এরপরও গোলের বন্যা থামেনি।
সব মিলিয়ে বলতে গেলে, পেশাদার ফুটবলার হিসেবে ২২ মৌসুমে তিনি একবার ৮০’র বেশি, তিনবার ৬০’র বেশি, আটবার ৫০’র বেশি এবং ১৪ বার ৪০’র বেশি গোল করেছেন।

২০০৮-০৯ থেকে ২০২০-২১ পর্যন্ত টানা ১৩ মৌসুমে ক্লাব ও দেশ মিলিয়ে অন্ততত ৩০ গোল করেছেন তিনি।

পিএসজিতে প্রথম মৌসুমে গোলসংখ্যা কিছুটা কমে ২২ হলেও, দ্বিতীয় মৌসুমে তিনি করেন ৩৭ গোল। ২০২৩ সালে নিসের বিপক্ষে গোল করে ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ ক্যারিয়ার গোলদাতার রেকর্ডও ভাঙেন তিনি।

রেকর্ড ও মাইলফলক :

-এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯১ গোল (২০১২) করার বিশ্বরেকর্ড মেসির।
-২০১৬ সালে ক্যারিয়ারের ৫০০তম গোল করেন তিনি।
-চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ১০০ গোলের মালিক হিসেবেও তাঁর নাম ইতিহাসে লেখা।

এমএলএসে ইন্টার মায়ামির হয়ে রেকর্ড গড়াও অব্যাহত রয়েছে। ২০২৫ মৌসুমে ২৮ লিগ ম্যাচে ২৯ গোল করে জেতেন এমএলএস গোল্ডেন বুট। একই সঙ্গে এমএলএস ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ডও গড়েন তিনি।

১০০০ গোলের মাইলফলক ছুঁতে এখনও তাঁর প্রয়োজন ১০০’র বেশি গোল। তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ২০২৫ সালের অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন মেসি, যা চলবে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত। তখন তাঁর বয়স হবে ৪১। এমএলএসে যোগ দেওয়ার পর থেকে তিনি ক্লাব ও দেশ মিলিয়ে গড়ে প্রতি মৌসুমে ৩৬ গোল করেছেন। যদি এই গড় ধরে রাখতে পারেন, তবে ২০২৮ মৌসুমের শেষ দিকে তিনি ১০০০তম গোল স্পর্শ করতে পারেন।

রোনালদোর বর্তমান গোল ৯৫৭। তাঁর বয়স হবে ৪১। মেসির গোল ৮৯৬, বয়স ৩৯। যদি রোনালদো ২০২৬ সালের শুরুতে অবসর নেন এবং মেসি আরও দুই মৌসুম খেলেন, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মেসি রোনালদোর মোট গোলসংখ্যা ছাড়িয়ে যেতে পারেন।

সূত্র : ইএসপিএন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

» বাংলাদেশের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা

» আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

» আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি : হাসনাত আব্দুল্লাহ

» অনির্দিষ্টকালের জন্য সারাদেশে দোকান বন্ধ রাখার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

» জয়শঙ্করের সফর শুধু সৌজন্য নয়, রাজনৈতিক বার্তাও আছে : মাসুদ কামাল

» হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের

» গণভোটের সম্পর্কে জনগণকে ধারণা দিতে প্রচারণায় বিলবোর্ড বসাচ্ছে সরকার

» বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে শোকবই

» বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিতে হবে: আমীর খসরু

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন বছরে মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি কখনোই নতুন কোনো রেকর্ড ভাঙা বা নতুন মাইলফলকে পৌঁছানো থেকে দূরে থাকেন না। ২০২৬ সালে মেসি তাঁর অবিশ্বাস্য ক্যারিয়ারের আরেকটি বিশাল মাইলফলকের খুব কাছাকাছি রয়েছেন-সেটি হলো ৯০০তম গোল।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৮৯৬। আর্জেন্টিনা, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে এই গোলগুলো এসেছে। ২০২৫ সালের শেষ ম্যাচে গত ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের পর এই সংখ্যায় পৌঁছান তিনি।

২০২৬ সালের এমএলএস মৌসুম শুরু হবে ২১ ফেব্রুয়ারি। এদিকে আর্জেন্টিনাও আবার মাঠে নামবে ২৭ মার্চ, দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমায়। ফলে মেসির ৯০০তম গোল দেখতে আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ৩৮ বছর বয়সী এই তারকা প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেই প্রয়োজনীয় চার গোল করতে খুব বেশি দেরি করবেন না বলেই অনুমেয়।

বর্তমানে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোই একমাত্র সক্রিয় ফুটবলার, যিনি পেশাদার ক্যারিয়ারে ৯০০’র বেশি গোল করেছেন। তিনি এই কীর্তি গড়েন ২০২৪ সালের সেপ্টেম্বরে। পেশাদার ফুটবলারদের মধ্যে পরের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানোদস্কি (৬৮৫ গোল)। আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার সঙ্গে ‘৯০০ ক্লাব’-এ অন্য কারও যোগ দেবার সম্ভাবনা আপাতত নেই।

মেসির গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের মে মাসে। বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে লিগ ম্যাচে শেষ দুই মিনিটে বদলি হিসেবে নেমে ২-০ গোলে জয়ের পথে নিজের প্রথম পেশাদার গোলটি করেন তিনি। শুরুটা তখন থেকেই।

উন্নতির প্রতিটি ধাপে মেসির ওপর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবু সেই প্রথম গোলের পর যে অবিশ্বাস্য সাফল্য আসবে, তা কেউই কল্পনা করতে পারেনি। ২১ বছর পরও মেসি এমন ধারাবাহিকতায় গোল করে চলেছেন যে, তিনি আর কতদূর যেতে পারবেন তা বলা কঠিন।

রোনালদোর ১০০০ গোলের লক্ষ্যে পৌঁছানো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ৪০ বছর বয়সী রোনালদো এখন সেই লক্ষ্যের মাত্র ৫০ গোল দূরে। কিন্তু মেসি যখন ৯০০’র কাছাকাছি, তখন প্রশ্ন উঠছে, তিনি কি ১০০০ গোলের স্বপ্নও দেখতে পারেন? আর পর্তুগিজ তারকার চেয়ে প্রায় আড়াই বছর ছোট হওয়ায়, অবসরে যাওয়ার সময় কি তাঁর গোলসংখ্যা রোনালদোর চেয়েও বেশি হতে পারে?

মেসির অধিকাংশ গোল এসেছে সেই ক্লাবেই, যেখানে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন-বার্সেলোনা। ১৭ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে তিনি করেছেন ৬৭২ গোল, যা তাঁর মোট গোলের প্রায় ৭৫ শতাংশ।

পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৩২ গোল করেন মেসি। এরপর ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮৮ ম্যাচে করেছেন ৭৭ গোল।

আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে তাঁর গোল ১১৫টি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা দু’টি গোল (এছাড়া টাইব্রেকারে একটি পেনাল্টি)। সব মিলিয়ে ক্যারিয়ারে ১১৩৭ ম্যাচে মেসির গোলসংখ্যা ৮৯৬।

২০০৪-০৫ মৌসুমে ১৭ বছর বয়সে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় মেসির। সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তিনি মাত্র এক গোল করেন, যেটি ছিল তাঁর প্রথম পেশাদার গোল।

২০০৬ সালের মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০০৫-০৬ মৌসুমে (১০ গোল) তিনি প্রথমবার দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছান এবং পরবর্তী টানা ২০ মৌসুমেও সেই ধারা বজায় রাখেন।

২০১১-১২ মৌসুম ছিল মেসির একক মৌসুমে সর্বোচ্চ গোলের বছর। ক্লাব ও দেশ মিলিয়ে ৮২ গোল। একই মৌসুমে ২৪ বছর বয়সে তিনি বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন।

২০১৪-১৫ মৌসুমে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হন মেসি। এরপরও গোলের বন্যা থামেনি।
সব মিলিয়ে বলতে গেলে, পেশাদার ফুটবলার হিসেবে ২২ মৌসুমে তিনি একবার ৮০’র বেশি, তিনবার ৬০’র বেশি, আটবার ৫০’র বেশি এবং ১৪ বার ৪০’র বেশি গোল করেছেন।

২০০৮-০৯ থেকে ২০২০-২১ পর্যন্ত টানা ১৩ মৌসুমে ক্লাব ও দেশ মিলিয়ে অন্ততত ৩০ গোল করেছেন তিনি।

পিএসজিতে প্রথম মৌসুমে গোলসংখ্যা কিছুটা কমে ২২ হলেও, দ্বিতীয় মৌসুমে তিনি করেন ৩৭ গোল। ২০২৩ সালে নিসের বিপক্ষে গোল করে ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ ক্যারিয়ার গোলদাতার রেকর্ডও ভাঙেন তিনি।

রেকর্ড ও মাইলফলক :

-এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯১ গোল (২০১২) করার বিশ্বরেকর্ড মেসির।
-২০১৬ সালে ক্যারিয়ারের ৫০০তম গোল করেন তিনি।
-চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ১০০ গোলের মালিক হিসেবেও তাঁর নাম ইতিহাসে লেখা।

এমএলএসে ইন্টার মায়ামির হয়ে রেকর্ড গড়াও অব্যাহত রয়েছে। ২০২৫ মৌসুমে ২৮ লিগ ম্যাচে ২৯ গোল করে জেতেন এমএলএস গোল্ডেন বুট। একই সঙ্গে এমএলএস ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ডও গড়েন তিনি।

১০০০ গোলের মাইলফলক ছুঁতে এখনও তাঁর প্রয়োজন ১০০’র বেশি গোল। তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ২০২৫ সালের অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন মেসি, যা চলবে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত। তখন তাঁর বয়স হবে ৪১। এমএলএসে যোগ দেওয়ার পর থেকে তিনি ক্লাব ও দেশ মিলিয়ে গড়ে প্রতি মৌসুমে ৩৬ গোল করেছেন। যদি এই গড় ধরে রাখতে পারেন, তবে ২০২৮ মৌসুমের শেষ দিকে তিনি ১০০০তম গোল স্পর্শ করতে পারেন।

রোনালদোর বর্তমান গোল ৯৫৭। তাঁর বয়স হবে ৪১। মেসির গোল ৮৯৬, বয়স ৩৯। যদি রোনালদো ২০২৬ সালের শুরুতে অবসর নেন এবং মেসি আরও দুই মৌসুম খেলেন, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মেসি রোনালদোর মোট গোলসংখ্যা ছাড়িয়ে যেতে পারেন।

সূত্র : ইএসপিএন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com