ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাটে র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাদের হাতেনাতে আটক করে। পরে রাতেই আটকের বিরুদ্ধে র্যাব থানায় মামলা দায়ের করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুড়িগ্রামে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ার হোসেন ভুট্টু (৩৬), জাইদুল ইসলাম (২৭), আফসানুল ইসলাম আপন (২৫) ও আতাউর রহমান (৩২)। তারা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানের সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে পুলিশ ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব-১৩ এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব-১৩ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








