আবু মুসা মোহন;- রবিবার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিয়ারহাটের দক্ষিণে মোল্লাকান্দির পশ্চিমে নদীর পাড় সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অবৈধ মাটি কাটা ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।








