লিয়াকত হোসাইন লায়ন.জামালপুর প্রতিনিধি \ জামালপুরে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ফৌজদারী মোড়ে ছাত্র-জনতা এই গায়েবানা জানাজার আয়োজন করে।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, বানারের পাড় ফজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ জয়নুল আবেদীন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অব¯’ান নেয়ায় শরিফ ওসমান
হাদীকে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের গ্রেফতার করে সর্বো”চ শাস্তি দিতে হবে। যারা তার হত্যাকারীদের নির্বিঘেœ ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সকল বিপ্লবীদের নিরাপত্তা দিতে হবে। পরে
জুলাই যোদ্ধা মোয়াজ আহমেদের ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর হাদি ও জুলাই গণঅভ্যূত্থানে শহীদ সকলের আত্মার মাগফেতার কামনা করে
বিশেষ দোয়া করা হয়।








