সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : এশিয়া কাপের গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩ ম্যাচের সবকটিতেই জিতে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে সেমিফাইনালে আজ (শুক্রবার) তাদের প্রতিপক্ষ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ সময় বেলা ১১টায় দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল সেমিফাইনাল ম্যাচটি। তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর টস হলো।
আশার কথা, মাঠ খেলার উপযোগী হয়েছে। তিনটার দিকে হওয়া টসে পাকিস্তান জিতেছে, তারা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল। বৃষ্টির কারণে ম্যাচের সময় নষ্ট হওয়ায় কার্টেল ওভারে খেলা হচ্ছে, দুই দলই ২৭ ওভারের ইনিংস খেলবে। পরবর্তী সময়ে যদি বৃষ্টি হয় এবং খেলা পণ্ড হয়, তাহলে কোন দল ফাইনালে যাবে, এমন কৌতূহল থাকতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, একদিনের ম্যাচে ফলাফল আনার জন্য উভয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার করে খেলতে হবে। সেটাও না হলে বাংলাদেশ পাকিস্তানকে টপকে ফাইনালে উঠবে। কারণ গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন তারা।








