৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের মেজর মো. রাহাত খান প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ছয় রাউন্ড রিভলবারের কার্তুজ, ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়। বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন—বিরাহীমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আরও তিনজন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ওসমান হাদীর সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের

» হাসপাতালে মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান উদ্দেশ্যপ্রণোদিত: ইশরাক

» আমার সবকিছুর বিনিময়ে হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন: মাহমুদুর রহমান

» ‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি’: আসিফ নজরুল

» দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

» ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে

» আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

» রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ

» বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫০৬ জন গ্রেফতার

» চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না আমিও না: প্রেস সচিব

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের মেজর মো. রাহাত খান প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ছয় রাউন্ড রিভলবারের কার্তুজ, ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়। বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন—বিরাহীমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আরও তিনজন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com