নতুন সিনেমায় সিয়ামের নতুন নায়িকা ইধিকা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আগামী বছরে দেশের সিনেমাতে নির্মিত হতে যাচ্ছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। এসব ছবি ঘিরে দর্শকদের আগ্রহ কম নয়। এর মধ্যে কয়েকটি সিনেমা শুটিং শুরু হয়েছে।

পরিচালক মেহেদী হাসানের ‘রাক্ষস’ তেমন একটি ছবি। রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ হতে না হতেই নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবার জানা গেল এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

চলতি সপ্তাহেই ছবির আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা।

‘রাক্ষস’ নামের এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের পর এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা।

শুরুর দিকে এই সিনেমায় নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইধিকা পালকেই চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, যার আগের সিনেমা ‘বরবাদ’-এও নায়িকা ছিলেন ইধিকা। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের সিকান্দার ছবিতে তাদের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই প্রকল্প আর এগোয়নি। তাই ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে দর্শকদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

ইধিকা পাল বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে বরবাদ–এও অভিনয় করেন।

এর বাইরে তিনি কাজ করেছেন হাসিবুর রেজার কবি, কলকাতার খাদান এবং দেবের সঙ্গে রঘু ডাকাত ছবিতে। ধীরে ধীরে তিনি দুই বাংলাতেই নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছেন।

অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জংলি—যেখানে তার সহশিল্পী ছিলেন শবনম বুবলী। পোড়ামন ২- দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে বাণিজ্যিক ও কনটেন্টনির্ভর—দুই ধরনের ছবিতেই তিনি নিজের অবস্থান পোক্ত করেছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় ‘রাক্ষস’–এর শুটিং শুরু হবে। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশনের পরিকল্পনাও রয়েছে। তবে এ নিয়ে পরিচালক মেহেদী হাসান এবং সিয়াম আপাতত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয়: ছাত্রশিবির সভাপতি

» বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান

» মাইক্রোবাসের চাপায় মাদরাসা শিক্ষক নিহত

» পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে সবাই বলে দারুণ, নারীর বেলায় বলে কেন করলে

» মিলল গলাকাটা মরদেহ, আটক ২

» সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে তৈরি করা হয়েছে প্লাস্টিকের দৈত্য

» ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

» দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা জরুরি : শামসুজ্জামান দুদু

» জামায়াত আমিরের সঙ্গে ঢাকায় মানবাধিকার হাইকমিশনের প্রধানের সাক্ষাৎ

» খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন সিনেমায় সিয়ামের নতুন নায়িকা ইধিকা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আগামী বছরে দেশের সিনেমাতে নির্মিত হতে যাচ্ছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। এসব ছবি ঘিরে দর্শকদের আগ্রহ কম নয়। এর মধ্যে কয়েকটি সিনেমা শুটিং শুরু হয়েছে।

পরিচালক মেহেদী হাসানের ‘রাক্ষস’ তেমন একটি ছবি। রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ হতে না হতেই নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবার জানা গেল এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

চলতি সপ্তাহেই ছবির আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা।

‘রাক্ষস’ নামের এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের পর এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা।

শুরুর দিকে এই সিনেমায় নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইধিকা পালকেই চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, যার আগের সিনেমা ‘বরবাদ’-এও নায়িকা ছিলেন ইধিকা। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের সিকান্দার ছবিতে তাদের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই প্রকল্প আর এগোয়নি। তাই ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে দর্শকদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

ইধিকা পাল বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে বরবাদ–এও অভিনয় করেন।

এর বাইরে তিনি কাজ করেছেন হাসিবুর রেজার কবি, কলকাতার খাদান এবং দেবের সঙ্গে রঘু ডাকাত ছবিতে। ধীরে ধীরে তিনি দুই বাংলাতেই নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছেন।

অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জংলি—যেখানে তার সহশিল্পী ছিলেন শবনম বুবলী। পোড়ামন ২- দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে বাণিজ্যিক ও কনটেন্টনির্ভর—দুই ধরনের ছবিতেই তিনি নিজের অবস্থান পোক্ত করেছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় ‘রাক্ষস’–এর শুটিং শুরু হবে। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশনের পরিকল্পনাও রয়েছে। তবে এ নিয়ে পরিচালক মেহেদী হাসান এবং সিয়াম আপাতত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com