সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া–খাসমথুরাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিরা ভারতের কলকাতাসহ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে ধরা পড়ে এবং সেখানকার কারাগারে শাস্তিভোগ করেন।
বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুরশেদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩ ডিসেম্বর) ভোরে গাংনীর ১৪০/৬ এস তেঁতুলবাড়ীয়া–মথুরাপুর সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত অতিক্রমের পর তেঁতুলবাড়ীয়া বিওপি সদস্যরা তাদের আটক করেন।
আটকদের মধ্যে রয়েছেন- ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৪ জন শিশু। তারা খুলনা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
পুশ-ইন হওয়া এক নারী জানান, কাজের সন্ধানে দালালদের মাধ্যমে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন। কলকাতাসহ বিভিন্ন স্থানে বসবাসের সময় ছয়–সাত দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুর জেলে পাঠায়। পরে মঙ্গলবার বিকেলে সীমান্তে এনে রাতের অন্ধকারে তারকাটার গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, পুশ-ইন হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







