সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করলেন মার্কিন পপ তারকা নিক জোনাস।
ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবিতে প্রিয়াঙ্কার মুখ দেখা না গেলেও তার গ্ল্যামারাস উপস্থিতি ফুটে উঠেছে এক ঝলকে দেখা যাচ্ছে অভিনেত্রীর পিঠের দৃশ্য। ছবি অস্পষ্ট হলেও নিকের ভালোবাসা স্পষ্ট।
পোস্টে নিক লিখেছেন, ‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।’
এ যুগল সবসময়ই জন্মদিন, বার্ষিকী কিংবা বিশেষ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না।
নিক–প্রিয়াঙ্কার প্রেমকাহিনীর শুরু সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (তৎকালীন টুইটার)। নিকের ইনবক্সে পাঠানো প্রথম মেসেজের পর প্রিয়াঙ্কা নিজের নম্বর দেন, আর সেখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন।
২০১৭ সালের ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ। একই বছর মেট গালায় আবারও একসঙ্গে দেখা যায়। এরপর ২০১৮ সালে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে।
সেই বছরই লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। আর ১–২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতি মেনে অনুষ্ঠিত হয় তাদের রাজকীয় বিবাহ।
২০২২ সালের জানুয়ারিতে জন্ম নেয় তাদের মেয়ে মালতি মারি চোপড়া জোনাস।







