ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ড্রেজার পাহারায় থাকা এক যুবককে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক রাজু বেপারি (২৫) ধলেশ্বরী নদীতে বিএনপি অফিসের পেছনে থাকা একটি ড্রেজারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ ৫ থেকে ৬ জন অপরিচিত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি নিতে চাইলে রাজু আপত্তি করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বন্দুক দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার রাজুর মুখ, ডান হাত এবং পিঠের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেছেন, নৌ-পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং থানা পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানিয়েছেন, আহত রাজু বর্তমানে আশঙ্কামুক্ত এবং বিষয়টি আইন অনুযায়ী প্রক্রিয়াধীন।







