ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা চলছে। জেনোসাইডের (গণহত্যা) জন্য আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই, তেমনি একাত্তরে যারা জেনোসাইডের সঙ্গে জড়িত, তাদেরও বিচার চাই।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের দুই দিনব্যাপী সাক্ষাৎকার নেওয়া শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, স্টেটকে (দেশ) জামায়াতে ইসলামী ও বিএনপি বানাবেন না। সব মানুষ যেন তাদের নাগরিক অধিকার পায়, তেমন করুন। নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস থেকে বেরিয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি, যা গণতন্ত্রের। নতুন জোট দেখতে পাবে বাংলাদেশ, যা সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিপক্ষে। আগামীর ব্যালেট গণতন্ত্রের পক্ষেই জয় আনবে।
এনসিপির মনোনয়ন বিষয়ে নাসীরুদ্দীন বলেন, অন্যান্য দলের মতো আমরা মনোনয়নপ্রক্রিয়ার বাইরে রয়েছি। আমাদের সঙ্গে সবাই কানেক্ট হতে পেরেছে। সবাই ফরম কিনতে পেরেছে। গুলশান, মগবাজার হাজিরা না দিয়েও মানুষ ফরম কিনতে পেরেছে। আওয়ামী লীগ, চব্বিশের নির্বাচন করেছেন, সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ যাতে মনোনয়ন না পায়, তা বিবেচনা করা হয়েছে।
এ সময় হাসপাতলে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি।
পাশাপাশি ভূমিকম্প বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার থেকে কোনো সতর্কমূলক কিছু আসেনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশের দুর্নীতি আমরা চাই না, তা আমাদের বংশ পরিচয়। নতুন বন্দোবস্ত আমাদের পরিচিতি।’







