ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীকে শিরককারী, ধর্ম ব্যবসায়ী দল এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, ‘তাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই। তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে, কতই না ভালো কিছু, এটা আসলে বুঝি নাই। হাসিনা যেমন স্বৈরাচার, একই ভাবে জামায়াতে ইসলামীও স্বৈরাচার।’
সম্প্রতি, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।
ভিডিও বার্তায় নীলা ইসরাফিল বলেন, ‘হাসিনা জামায়াতকে ভালো করে চিনেছিল, এই কারণে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল। ভেবেছিলাম, এটা তো ঠিক না। একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখবে? তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে। তারা কেন রাজনীতি করবে না? আজকে একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারছি যে, হাসিনা কেন এদেরকে নিষিদ্ধ করে রেখেছিল।’
তিনি বলেন, ‘তারা বুঝে না বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ। সমৃদ্ধ বলতে আমরা কি বুঝি? সমস্ত ধর্ম-গোত্র মিলেমিশে একাকার। সেজন্য আমরা সবাই ভাই-ভাই, বোন-বোন। এই ভাই-ভাই, বোন-বোনের মধ্যে যে ধর্মকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, বিভক্ত করতে চায়, এরা আর কিছু না হোক মোনাফেক বলা যেতে পারে।’
নীলা আরো বলেন, ‘জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসলে নারীদের কথা বাদই দিলাম, সাধারণ মানুষের কি হবে একটু চিন্তা করেন। বাউল শিল্পীদের মেরে ফেলে দিচ্ছে। নারীদেরকে ওপেন ধর্ষণ করছে। কি অদ্ভুত? এটা কোন দেশে আসছি? ড. ইউনূস বসে বসে কি করে? উনি কি এই জামায়াতে ইসলামীকে লাইসেন্স দিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় মব সষ্টি করার?’







