নাটোর প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে চতুর্থবারের মতো নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস দিবস।
বুধবার (২ মার্চ) সকালে বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় । পরে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন সাহাবের সভাপতিত্বে আয়োজিত জাতীয় ভোটার দিবসের র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী সহ উপজেলা বিভিন্ন স্থানের ভোটারগন।