ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : একটা সময় ছোটপর্দায় জুটি বেঁধে মুগ্ধতা ছড়াতেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। আজকাল দুজনেই সিনেমা ও ওটিটি মাধ্যমে ব্যস্ত। কিন্তু একসঙ্গে পর্দায় ফেরা হয়নি অনেকদিন। তাই ভক্তদের আক্ষেপের জল প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। এবার তা ঘোচার পালা। কেননা সিনেমায় একসঙ্গে দেখা যাবে নিশো-মেহজাবীনকে।
ভিকি জাহেদের পরিচালনায় একটি সিনেমায় এক হতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় এ জুটি। এখনও এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। বিশ্বস্ত এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে সিনেমাটির প্রাথমিক প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বিষয়টি নিয়ে কথা বলতে চেষ্টা করেও পাওয়া যায়নি ভিকি ও মেহজাবীনকে।
এদিকে নিশো বর্তমানে বশেষ করেছেন ‘দম’ সিনেমার কাজ। অন্যদিকে মেহজাবীন যুক্ত হয়েছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজে। ‘ক্যাকটাস’ নামের সে কনটেন্টে মেহজাবীনের সঙ্গে দেখা যাবে গায়ক প্রীতম হাসানকে। সূএ: ঢাকা মেইল ডটকম








