আরও একটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ৪০ বছর পেরিয়েও গোলের ক্ষুধা যেন একটুও কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বুধবার সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে নিজের নাম লেখালেন সিআর সেভেন।

সৌদি প্রো লিগে দামাকের মাঠে ২-১ ব্যবধানে জয় পায় আল নাসর। সেই ম্যাচে জাল খুঁজে নেওয়ার মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেন ৯৬০-এ, ফলে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে যান পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর গোলেই লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে আল নাসর। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল হিলাল।

ম্যাচের পঞ্চম মিনিটেই আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর ৫০তম মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নিজের চিরচেনা ‘সিউ’ উদযাপনে মাতেন তিনি।

৬৮তম মিনিটে দামাক একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আল নাসরের জয় ঠেকাতে পারেনি। এই গোলের সুবাদে ১৬ ম্যাচে ১৬ গোল করে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের শীর্ষস্থান আরও দৃঢ় করেন রোনালদো।

এই গোল রোনালদোর ব্যক্তিগত অর্জনেও যোগ করেছে নতুন অধ্যায়। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে ১১৬ গোল করে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল বিদেশি গোলদাতা হয়ে উঠেছেন তিনি। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন মরক্কোর স্ট্রাইকার আব্দেররাজাক হামদাল্লাহকে।

এছাড়া আল নাসরের ইতিহাসে দেশি ও বিদেশি মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন তৃতীয় স্থানে রয়েছেন। তার ওপরে আছেন মোহাম্মাদ আল সাহলাউই (১৩১ গোল) এবং কিংবদন্তি মাজেদ আবদুল্লাহ (২৫৯ গোল)।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাঁদাবাজির ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি: ইশরাক

» ‘আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সম্ভব না’

» দলীয় প্রচারণায় ধর্ম নয়, সহাবস্থানের আহ্বান সানজিদা তুলির

» আসন্ন নির্বাচন আদর্শিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের : গোলাম পরওয়ার

» ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

» দখলদার, চাঁদাবাজ, মাদক কারবারিদেরকে বয়কট করতে হবে: সার্জিস আলম

» দেড় দশকের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এবারের নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার: নাহিদ

» ফের বাড়ল স্বর্ণের দাম

» ডাকাত চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

» সংসদে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে নীতিনির্ধারণ সম্ভব হয় না : ফয়েজ আহমদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আরও একটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ৪০ বছর পেরিয়েও গোলের ক্ষুধা যেন একটুও কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বুধবার সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে নিজের নাম লেখালেন সিআর সেভেন।

সৌদি প্রো লিগে দামাকের মাঠে ২-১ ব্যবধানে জয় পায় আল নাসর। সেই ম্যাচে জাল খুঁজে নেওয়ার মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেন ৯৬০-এ, ফলে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে যান পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর গোলেই লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে আল নাসর। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল হিলাল।

ম্যাচের পঞ্চম মিনিটেই আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর ৫০তম মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নিজের চিরচেনা ‘সিউ’ উদযাপনে মাতেন তিনি।

৬৮তম মিনিটে দামাক একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আল নাসরের জয় ঠেকাতে পারেনি। এই গোলের সুবাদে ১৬ ম্যাচে ১৬ গোল করে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের শীর্ষস্থান আরও দৃঢ় করেন রোনালদো।

এই গোল রোনালদোর ব্যক্তিগত অর্জনেও যোগ করেছে নতুন অধ্যায়। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে ১১৬ গোল করে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল বিদেশি গোলদাতা হয়ে উঠেছেন তিনি। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন মরক্কোর স্ট্রাইকার আব্দেররাজাক হামদাল্লাহকে।

এছাড়া আল নাসরের ইতিহাসে দেশি ও বিদেশি মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন তৃতীয় স্থানে রয়েছেন। তার ওপরে আছেন মোহাম্মাদ আল সাহলাউই (১৩১ গোল) এবং কিংবদন্তি মাজেদ আবদুল্লাহ (২৫৯ গোল)।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com