লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে শহরের শহীদ সদ্য সাফওয়ান মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে।
শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদর আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও শহীদ জিয়াউর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, প্রতীক বরাদ্দের পর আগামী ২২ জানুয়ারী থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচরণা শুরু করতে হবে। প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডে একযোগে মিছিল করতে হবে।
নেতাকর্মীদের বিভিন্ন দলে ভাগ হয়ে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কোনভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না।
আলোচনা সভায় জামালপুর সদর আসনের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩৪টি
কেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।








