শাহনাজ পারভীন মিতা :
পৌষের কুয়াশাচ্ছন্ন ভোর
সবুজ ঘাসের বুকে শিশির,
মৃত্যু এক হিমশীতল অনুভব
বয়ে চলা সময়ের পরাভব।
সংগ্রাম লড়াই জন্ম থেকে মৃত্যু
দীর্ঘ পথ উচু -নীচু অ্যমৃত্যু,
থেমে যায় সময় নিস্তব্ধ নদীতীর
উড়ে যায় পাখি ,শূন্যতা খাঁচাটির।
পৃথিবীর বুকে গন্ধপুষ্প ভরপুর
কাঁটার আঘাত গভীর পদ্ম -পুকুর,
কত ছরি মনের ক্যানভাসে আঁকা
কোথা যায় সুবাস, নেই জানা সময় ফাঁকা।
মাটিতেই গড়া মাটিতেই নিঃশেষ
একটা জীবন বেঁচে থাকে স্বপ্ন অশেষ।








