মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ জোরদারে বিএফআইইউ- এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের মতবিনিময়

ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬: ব্র্যাক ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) বিষয়ে সচেতনতা জোরদারে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের জন্য একটি বিশেষ সেশন সম্পন্ন করেছে।

এর মাধ্যমে ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী নিয়ন্ত্রক তদারকি ও বিধিবিধান অনুসরণের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সেশনে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্বাহী পরিচালক ও প্রধান (কারেন্ট চার্জ) মো. মোফিজুর রহমান খান চৌধুরী এবং যুগ্ম পরিচালক জুয়েরিয়া হক।

সেশনে বিএফআইইউ কর্মকর্তারা ‘টোন ফ্রম দ্য টপ’চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে একটি কার্যকর নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। আলোচনায় শীর্ষ নেতৃত্বের জবাবদিহিতা, ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তনশীল আর্থিক অপরাধ ঝুঁকির বিরুদ্ধে সতর্ক থাকার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

এই সেশনের মূল উদ্দেশ্য ছিল এএমএল ও সিএফটি সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা সম্পর্কে পরিচালনা পর্ষদের ধারণা আরও গভীর করা, তদারকি ভূমিকা জোরদার করা এবং ব্যাংকজুড়ে একটি শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তুলতে সিনিয়র ম্যানেজমেন্টের দায়িত্ব আরও সুদৃঢ় করা।

সেশনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যান্ড বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ার সালেক আহমেদ আবুল মাসরুর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যান্ড বোর্ড অডিট কমিটির চেয়ার চৌধুরী এমএকিউ সারওয়ার।

এছাড়া বোর্ড সদস্যদের মধ্যে ড. জাহিদ হোসেন, ফারজানা আহমেদ, লীলা রশিদ ও আনিতা গাজী রহমান উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএফআইইউ-এর নির্বাহী পরিচালক ও প্রধান (কারেন্ট চার্জ) মো. মোফিজুর রহমান খান চৌধুরী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ তদারকি ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, নেতৃত্বের জবাবদিহিতা ও ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি ব্যাংক খাতে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, সুশাসনের ঘাটতিই বর্তমান পরিস্থিতির অন্যতম প্রধান কারণ।

এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের সুশাসন জোরদার, পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক পরিপালন নিশ্চিতকরণ এবং স্বচ্ছ ও নৈতিকব্যাংকিং চর্চা এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশের একটি দায়িত্বশীল ও আস্থার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা

» ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

» এয়ার অ্যাম্বুলেন্স কী, খরচ কেমন?

» সৈকতে পরীর গ্ল্যামার, ক্যাপশনে লিখলেন ‘শীত নাই’

» অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

» আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের

» ব্যবসার পরিবেশ সহজ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে : আমীর খসরু

» আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা

» ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ জোরদারে বিএফআইইউ- এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের মতবিনিময়

ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬: ব্র্যাক ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) বিষয়ে সচেতনতা জোরদারে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের জন্য একটি বিশেষ সেশন সম্পন্ন করেছে।

এর মাধ্যমে ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী নিয়ন্ত্রক তদারকি ও বিধিবিধান অনুসরণের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সেশনে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্বাহী পরিচালক ও প্রধান (কারেন্ট চার্জ) মো. মোফিজুর রহমান খান চৌধুরী এবং যুগ্ম পরিচালক জুয়েরিয়া হক।

সেশনে বিএফআইইউ কর্মকর্তারা ‘টোন ফ্রম দ্য টপ’চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে একটি কার্যকর নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। আলোচনায় শীর্ষ নেতৃত্বের জবাবদিহিতা, ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তনশীল আর্থিক অপরাধ ঝুঁকির বিরুদ্ধে সতর্ক থাকার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

এই সেশনের মূল উদ্দেশ্য ছিল এএমএল ও সিএফটি সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা সম্পর্কে পরিচালনা পর্ষদের ধারণা আরও গভীর করা, তদারকি ভূমিকা জোরদার করা এবং ব্যাংকজুড়ে একটি শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তুলতে সিনিয়র ম্যানেজমেন্টের দায়িত্ব আরও সুদৃঢ় করা।

সেশনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যান্ড বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ার সালেক আহমেদ আবুল মাসরুর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যান্ড বোর্ড অডিট কমিটির চেয়ার চৌধুরী এমএকিউ সারওয়ার।

এছাড়া বোর্ড সদস্যদের মধ্যে ড. জাহিদ হোসেন, ফারজানা আহমেদ, লীলা রশিদ ও আনিতা গাজী রহমান উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএফআইইউ-এর নির্বাহী পরিচালক ও প্রধান (কারেন্ট চার্জ) মো. মোফিজুর রহমান খান চৌধুরী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ তদারকি ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, নেতৃত্বের জবাবদিহিতা ও ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি ব্যাংক খাতে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, সুশাসনের ঘাটতিই বর্তমান পরিস্থিতির অন্যতম প্রধান কারণ।

এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের সুশাসন জোরদার, পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক পরিপালন নিশ্চিতকরণ এবং স্বচ্ছ ও নৈতিকব্যাংকিং চর্চা এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশের একটি দায়িত্বশীল ও আস্থার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com