রুখসানা রিমি :
তুমি যা ভাবো তা হতেই হবে বা হবেই
তা তুমি কী করে ভাবতে পারো?
দুনিয়াটাতো চুলির মুঠি নয় যে তুমি
ইচ্ছে মতো খুলবে আর খোঁপা বাঁধবে?
হে মানুষ, তোমার ভাবনাগুলোকে এবার
দিনের আলোয় যাচাই করে নাও।
চাঁদ সূর্য কেবল তোমার জন্যই ওঠে না
আলো পেয়ে ধন্য হয় সকলে।
হে মানুষ, তোমার আকাঙ্ক্ষাকে পরখ
করে নাও অপরের চাওয়ার সাথে।
মানুষকে সম্মান করলে তোমার প্রাণে
ঘুমিয়ে থাকা মানবতা জেগে উঠবে।








