সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সঠিক ও সময়োচিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, দেশের স্বার্থ ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা যায় না।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন আমিনুল। এ সময় তিনি প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ জাতীয় দলের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়া এবং আইপিএল সম্প্রচার বন্ধ রাখার প্রসঙ্গ নিয়ে কথা বলেন।
আমিনুল বলেন, ‘সবার আগে দেশ। বাংলাদেশের মান-মর্যাদা ও সম্মানের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যে বিকল্প ভেন্যুর কথা বলেছে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে, আমরা আশা করি সেখানেই বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।’
মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে আমিনুল বলেন, ‘মুস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে নিরাপত্তার অজুহাতে কলকাতা নাইট রাইডার্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে স্পষ্ট বোঝা যায়, ভারতে গেলে আমাদের ক্রিকেটাররা নিরাপদ থাকবেন না। একজন খেলোয়াড় যদি নিরাপদ না হন, তাহলে পুরো দল কীভাবে নিরাপদ থাকবে?’
তিনি বলেন, ‘এই নিরাপত্তাহীনতার কারণেই আমরা মনে করি, বিসিবি যে বিকল্প দেশের কথা বলেছে, সেখানে যদি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ দল সেখানে অংশ নেবে।’








