শাহনাজ পারভীন মিতা :
হে পথিক দাঁড়াও শঙ্খ বাঁজাও
মহাকালের পথ ধরে যাও এগিয়ে যাও,
যে সময় হারায় কালের গহ্বরে বিবর্তনে
তাকে ছেড়ে দাও নিয়মের আবর্তনে।
যে নদী হারায গতি মরু পথে পথে
যে ধারা শুকিয়ে যায় সৃষ্টির করুন দ্বৈরথে,
যে ছবি মুছে যায় জরাজীর্ণ ক্যানভাসে
সেখানে নতুন প্রতিচ্ছবি আঁকো উচ্ছ্বাসে।
সময়ের চিৎকারে ধ্বনি প্রতিধ্বনির অনুভব
জরায়ুর রক্তাক্ত কষ্টের নতুন সময় প্রসব,
নতুন প্রহরে সময়ের সাম্যের গান বাঁধো
পুরাতন পিছে ফেলে মুক্তির সুর সাধো।
হে নতুন স্বপ্ন আাঁকো বৃক্ষের সবুজ পাতা
বেঁচে থাক সময় ,মুছে যাক অবুঝ শোক গাথা।








