রাজধানীতে ঊর্ধ্বমুখী সবজি-মুরগির দাম

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বছরের প্রথম শুক্রবারেই রাজধানীর বাজারে চড়ে বসেছে সবজির দাম। একই সঙ্গে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির দরও। শুক্রবার সকালে কিছুটা দেরি করে শুরু হয়েছে রাজধানীর কারওয়ান বাজারের বেচাকেনা। তবে পিঁয়াজ ও আলুর দাম কিছুটা কম থাকলেও শীতকালীন সবজির দাম তুলনামূলকভাবে ঊর্ধ্বমুখী।

বিক্রেতারা জানান, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ঠিকমতো আসছে না। তাই কিছুটা দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটোর দাম ৮০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, পটোল ১০০ টাকা, গাজর ৫০-৬০ টাকা, বরবটি ১০০ টাকা ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া প্রতি পিস ফুলকপি ২৫-৩০ টাকা ও বাঁধা কপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা দামের এই ঊর্ধ্বমুখিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রাজধানীর রামপুরার বাসিন্দা আরিয়ান শাকিব জানালেন, শীতের এই ভরা মৌসুমেও সবজির দাম কিছুটা চড়া। গত সপ্তাহেও কমতির দিকে ছিলো।

বাজার দর নিয়ে মিরপুরের সবজি বিক্রেতা বদরুল আলম জানালেন, তীব্র শীত ও কুয়াশার কারণে বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। আশা করা যায় কয়েক দিনের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যাবে।

বাজারে কাঁচা মরিচের দামও বেড়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। পাইকারিতে যা ৭০-৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।

পিঁয়াজ ও আলুর বাজারে নেই তেমন পরিবর্তন। প্রতিকেজি পুরান দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, নতুন মুড়িকাটা পিঁয়াজের দাম ৬০ টাকা। আমদানি করা ভারতীয় পিঁয়াজের দামও প্রতি কেজি ৬০ টাকার আশেপাশে। আর নতুন আলু বিক্রি হচ্ছে ২০ টাকায় প্রতি কেজি।

ঊর্ধ্বমুখী রয়েছে মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালি মুরগির দাম বেড়েছে ৩০-৪০ টাকায়, বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এছাড়া লাল লেয়ার মুরগির দাম বেড়েছে ৩০ টাকায়, এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

» দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই : উপদেষ্টা রিজওয়ানা

» শেষ দিনে দুপুর ১২টা পর্যন্ত ইসিতে আরও ৪০ আপিল আবেদন

» জরুরি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

» দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি : মির্জা ফখরুল

» আজমতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

» দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪

» আইসিসির ডিসেম্বর মাসের সেরার লড়াইয়ে যারা

» ইউটিউবে হৃদয়-মোনালিসার ‘ট্র্যাপড’

» এবার পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে আহত ২, যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে ঊর্ধ্বমুখী সবজি-মুরগির দাম

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বছরের প্রথম শুক্রবারেই রাজধানীর বাজারে চড়ে বসেছে সবজির দাম। একই সঙ্গে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির দরও। শুক্রবার সকালে কিছুটা দেরি করে শুরু হয়েছে রাজধানীর কারওয়ান বাজারের বেচাকেনা। তবে পিঁয়াজ ও আলুর দাম কিছুটা কম থাকলেও শীতকালীন সবজির দাম তুলনামূলকভাবে ঊর্ধ্বমুখী।

বিক্রেতারা জানান, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ঠিকমতো আসছে না। তাই কিছুটা দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটোর দাম ৮০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, পটোল ১০০ টাকা, গাজর ৫০-৬০ টাকা, বরবটি ১০০ টাকা ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া প্রতি পিস ফুলকপি ২৫-৩০ টাকা ও বাঁধা কপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা দামের এই ঊর্ধ্বমুখিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রাজধানীর রামপুরার বাসিন্দা আরিয়ান শাকিব জানালেন, শীতের এই ভরা মৌসুমেও সবজির দাম কিছুটা চড়া। গত সপ্তাহেও কমতির দিকে ছিলো।

বাজার দর নিয়ে মিরপুরের সবজি বিক্রেতা বদরুল আলম জানালেন, তীব্র শীত ও কুয়াশার কারণে বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। আশা করা যায় কয়েক দিনের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যাবে।

বাজারে কাঁচা মরিচের দামও বেড়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। পাইকারিতে যা ৭০-৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।

পিঁয়াজ ও আলুর বাজারে নেই তেমন পরিবর্তন। প্রতিকেজি পুরান দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, নতুন মুড়িকাটা পিঁয়াজের দাম ৬০ টাকা। আমদানি করা ভারতীয় পিঁয়াজের দামও প্রতি কেজি ৬০ টাকার আশেপাশে। আর নতুন আলু বিক্রি হচ্ছে ২০ টাকায় প্রতি কেজি।

ঊর্ধ্বমুখী রয়েছে মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালি মুরগির দাম বেড়েছে ৩০-৪০ টাকায়, বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এছাড়া লাল লেয়ার মুরগির দাম বেড়েছে ৩০ টাকায়, এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com