ফাইল ছবি
অনলাইন ডেস্ক : খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় পলাতক চালককে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবু নাসের ওরফে সোহাগ (২৮)। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে খিলগাঁও থানাধীন এপেক্স ভবনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত নায়েক মো. রুবেল হক নিহত হন।
তিনি বলেন, নায়েক মো. রুবেল হক মালিবাগ থেকে সবুজবাগগামী ফ্লাইওভারে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছয় চাকার কাভার্ডভ্যান পেছন থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে কাভার্ডভ্যানটির চাকার নিচে চলে যান। ঘটনাস্থলেই মাথা পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে পল্টন এলাকা থেকে অভিযুক্ত চালক মো. আবু নাসের ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়েছে।








