ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নরসিংদীর মনোহরদীতে ট্রলি থেকে ছিটকে পড়ে আব্দুস ছাত্তার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ সকালে মনোহরদীর চরমান্দালিয়া বেকারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ছাত্তার স্থানীয় ভাই ভাই ব্রীকস ফিল্ড থেকে ট্রলি ভর্তি ইট নিয়ে চরমান্দালিয়া এলাকায় এক গ্রাহকের বাড়িতে যায়। ইট রেখে খালি ট্রলি নিচু জমি থেকে রাস্তায় ওঠার সময় প্রবল ধাক্কার ঝাঁকুনিতে ছিটকে গিয়ে গাছের সঙ্গে চাপা লাগে। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








