সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫ নিলাম। হাজারের বেশি খেলোয়াড় নিবন্ধনের পর তা ছেঁটে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাতজন ক্রিকেটার।
চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রথমবারের মতো আইপিএলের নিলামের তালিকায় উঠল বাঁহাতি স্পিনার রাকিবুলের নাম।
৩৫০ খেলোয়াড়ের তালিকায় ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নতুন করে অন্তর্ভুক্ত ৩৫ জনের মধ্যে শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগেও আছেন।
এবার একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে যুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কককে। তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি—আগের মেগা নিলামের তুলনায় যা অর্ধেক। গত মৌসুমে পারফরম্যান্স ভালো না হওয়ায় তাঁকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করে আবারও দৃষ্টি কাড়ছেন তিনি।
বিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, পেসার ও স্পিনার ক্যাটাগরিতে। এরপর আনক্যাপড ক্রিকেটারদের নাম উঠবে নিলামে।







