সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ২০২৪ সালে ভারত সিরিজের পর বাংলাদেশের জার্সিতে আর খেলা হয়নি সাকিব আল হাসানের। অনেকেরই ধারণা, দেশের জার্সিতে সেটিই ছিল সাকিবের শেষ ম্যাচ। তবে এবার সাকিব নিজেই তার অবসর নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাকিবের পরিকল্পনা, তিনি বাংলাদেশে আসবেন, পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলবেন—তারপরই অবসর নেবেন। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে নিজের অবসর নিয়ে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান কি অবসর নিয়েছেন, নাকি নেননি—তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সেই ধোঁয়াশা তিনি নিজেই পরিস্কার করলেন।
২০২৪ সালে ভারত সিরিজের পর সাকিব তার নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে তার সেই পরিকল্পনা সেবার কাজে আসেনি। এরপর দেশের জার্সিতে এখন পর্যন্ত খেলা না হলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলে বেড়াচ্ছেন।
পডকাস্টে সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। ফলে আমি প্রথমবার এই ব্যাপারে মুখ খুলতে যাচ্ছি। আমার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এবং অবসর নেয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। এটাই আমি চাই।’
সাকিব আরও বলেন, ‘আমি আশাবাদী (এটি পূরণ করার ব্যাপারে) এজন্যই আমি খেলে যাচ্ছি। আমি আশাবাদী এই ব্যাপারে। এটিই একমাত্র কারণ যে কারণে আমি খেলে যাচ্ছি।’
এদিকে বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে সাকিবকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছিলো। তার মধ্যে একটি ছিল ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে তিনি কোনটা বেশি উপভোগ করেন। জবাবে সাকিব বলেন, ‘ব্যাটিং বেশি উপভোগ করি কারণ এটা নিয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমার বেশি সাফল্য এসেছে বোলিংয়ে।’
বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন সাকিব আল হাসান।
সূএ : বার্তাবাজার ডটককম







