সংগৃহীত ছবি
শোবিজ ডেস্ক :টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি সামাজিক অসংগতি নিয়েও বেশ সরব এ নায়িকা। এবার আওয়াজ তুললেন যত্রতত্র পানের পিক ফেলা নিয়ে।
বুধবার মিমি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায় মা ফ্লাইওভারের ছবি। আর ফ্লাইওভারের দেয়ালের গায়ে লেগে আছে রাশি রাশি লাল পিক।
এরকম দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কেন কেন কেন? প্রশাসনের ওপর সবকিছু চাপিয়ে দেওয়া এত সহজ। কিন্তু আপনি কি মনে করেন না যে একটু নাগরিকত্বের জ্ঞান থাকলেই সবকিছু বদলে যাবে। আমরা এখানে রকেট সায়েন্সের কথা বলছি না। আমাদের সিটি অব জয় আমাদের গর্ব, তাহলে কেন তার যত্ন নেব না? ছোট ছোট পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘রক্তবীজ ২’ ছবিটি। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিতে মিমি ছাড়া আরও রয়েছেন বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, সোহম মজুমদার, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়।







