সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক : তামিল, তেলুগু, হিন্দি সিনেমায় চুটিয়ে কাজ করছেন সামান্থা রুথ প্রভু। গত সোমবার গোপনে পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের পর থেকে আলোচনায় এই তারকা দম্পতি। বিলাসবহুল জীবনযাত্রা, একাধিক সম্পত্তি এবং ছবি প্রতি চড়া পারিশ্রমিক সব মিলিয়ে ক্যারিয়ারে আকাশছোঁয়া সাফল্যের হাত ধরে স্বামীর চেয়েও অর্থ-সম্পদে অনেকটা এগিয়ে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির অন্যতম অভিজাত এলাকা তেলঙ্গানার জুবিলি হিলসে একটি বাংলো রয়েছে। যার মূল্য প্রায় ৮০ কোটি রুপি। সম্প্রতি মুম্বাইয়ে ১৫ কোটি রুপিতে একটি ফ্ল্যাট কিনেছেন। হায়দরাবাদে বাংলো ছাড়াও একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

যে সব ব্র্যান্ডের প্রচার দূত হিসেবে কাজ করেন সেখান থেকে তাঁর আয় প্রায় ৮ কোটি রুপি। সামান্থার সংগ্রহে রয়েছে মার্সিডিজ়, পোর্শে, বিএমডব্লিউ, রেঞ্জ রোভারসহ বিলাসবহুল কয়েকটি গাড়ি। সর্বসাকুল্যে তাঁর প্রায় সম্পত্তি শত কোটির ওপরে।
অন্যদিকে সমান্থার স্বামী রাজ ক্যামেরার পিছনের মানুষ। তাঁর ঝুলিতে রয়েছে ‘গো গোয়া গন’, ‘শোর: ইন দ্য সিটি’, ‘গানস এন্ড গুলাব্স’-এর মতো সিনেমা। যদিও নির্মাতা হিসেবে পরিচিতি পান ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফার্জি’, ‘সিটাডেল: হানি বানি’ সিরিজের মাধ্যমে। রাজের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি রুপি।







