ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে এবং দুই সন্তানের জননী ছিলেন।
শাহজাদপুর থানার এসআই আব্দুল লতিফ জানান, সকালে সাবিনা খাতুন অটোভ্যানে করে আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। বকুলতলা আনসার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি জব্দ করেছে বলে জানান এসআই লতিফ।







