ফাইল ছবি
অনলাইন ডেস্ক : খুলনা মহানগরীর লবনচোরা থানাধীন জিন্নাপাড়ার মোড়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সম্রাট কাজী (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতে লাগে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
আহত সম্রাট কাজী শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন। তিনি নড়াইলের বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, জিন্না পাড়ার মোড়ে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সম্রাট নামের যুবকের মাথায় আঘাত করে হাতের কব্জিতে গুলি করে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে চিকিৎসা নিচ্ছেন।







