এসএমইদের প্রযুক্তি ও অর্থায়ন সুবিধার মাধ্যমে ক্ষমতায়ন করবে সেবা মার্চেন্টস ও ব্র্যাক ব্যাংক

ঢাকা, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫: সেবা প্ল্যাটফর্মের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই সহযোগিতার আওতায় ব্র্যাক ব্যাংক সেবা প্ল্যাটফর্মে নিবন্ধিত ও যোগ্য মার্চেন্টদের এসএমই ডিজিটাল মাইক্রো-লোন সুবিধা প্রদান করবে, যা উদ্যোক্তাদের জন্য মূলধনপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও ঝামেলাহীন করবে।

সেবা ম্যানেজার একটি সমন্বিত বিজনেস ম্যানেজমেন্ট সল্যুশন, যা এসএমইদের ডিজিটাল ব্যবসা পরিচালনায় দক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিতে সহায়তা করে। সেলস ট্র্যাকিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ব্যয় তদারকি, ডিজিটাল বুককিপিং এবং নিরবচ্ছিন্ন পেমেন্ট সল্যুশন— এসব সেবাকে এক প্ল্যাটফর্মে এনে সেবা ম্যানেজার বর্তমানে ১ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। বর্তমানে এই প্ল্যাটফর্মের মাসিক ফ্যাসিলিটেশনের পরিমাণ ৫০ লাখ টাকারও বেশি।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের কো-ফাউন্ডার অ্যান্ড সিইও আদনান ইমতিয়াজ হালিম এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক, হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম এবং হেড অব রিস্ক অ্যানালিটিক্স অ্যান্ড এআই ল্যাব এস এম ইশতিয়াক। সেবা মার্চেন্টস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ রাকিব উদ্দিন।

এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান প্রযুক্তিগত উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে সেবা ইকোসিস্টেমের হাজারো মার্চেন্টদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থায়ন সুবিধা ছাড়াও সেবা ম্যানেজার প্ল্যাটফর্মের মার্চেন্টরা ব্র্যাক ব্যাংকের বৈচিত্র্যময় ফাইন্যান্সিয়াল সল্যুশন এবং ব্র্যাক ব্যাংকের এমএসএমই গ্রাহকেরা সেবা মার্চেন্টস লিমিটেডের বিভিন্ন সল্যুশন উপভোগের সুযোগ পাবেন।

এই চুক্তির মাধ্যমে তিনটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে: সেবা ইকোসিস্টেমের ভেরিফায়েড মার্চেন্টদের স্ট্রাকচার্ড ঋণ সহায়তা, ই-কমার্স ও মার্কেটপ্লেস ডায়নামিকস বিষয়ে সেলস টিমের দক্ষতা বাড়াতে যৌথভাবে সক্ষমতা–বৃদ্ধি কর্মশালা আয়োজন এবং সেবা মার্চেন্ট ও ব্র্যাক ব্যাংকের এমএসএমই গ্রাহকদের জন্য উন্নত ফাইন্যান্সিয়াল সল্যুশন তৈরিতে ধারাবাহিক ইনোভেশনকে উৎসাহিত করা।

চুক্তি অনুযায়ী ব্র্যাক ব্যাংক সেবা–নিবন্ধিত মার্চেন্টদের অর্থায়ন সুবিধা প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে উদ্যোগটি সারাদেশের প্রায় ৫০,০০০ মার্চেন্টকে সেবা দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে, যা মার্কেটের প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে সম্প্রসারণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আ.লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

» গাঁজাসহ মাদক কারবারি আটক

» তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক

» তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি

» কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয়: আসিফ নজরুল

» শাকসু নির্বাচনকে বানচালের চক্রান্ত করেছে ছাত্রদল: শিবির সভাপতি

» নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস

» ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

» দুই ঘণ্টা ধরে ইসির সামনে সড়কে বসে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করছে ছাত্রদল

» ট্রাকের নিচে চাপা পড়ে কলেজছাত্র নিহত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এসএমইদের প্রযুক্তি ও অর্থায়ন সুবিধার মাধ্যমে ক্ষমতায়ন করবে সেবা মার্চেন্টস ও ব্র্যাক ব্যাংক

ঢাকা, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫: সেবা প্ল্যাটফর্মের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই সহযোগিতার আওতায় ব্র্যাক ব্যাংক সেবা প্ল্যাটফর্মে নিবন্ধিত ও যোগ্য মার্চেন্টদের এসএমই ডিজিটাল মাইক্রো-লোন সুবিধা প্রদান করবে, যা উদ্যোক্তাদের জন্য মূলধনপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও ঝামেলাহীন করবে।

সেবা ম্যানেজার একটি সমন্বিত বিজনেস ম্যানেজমেন্ট সল্যুশন, যা এসএমইদের ডিজিটাল ব্যবসা পরিচালনায় দক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিতে সহায়তা করে। সেলস ট্র্যাকিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ব্যয় তদারকি, ডিজিটাল বুককিপিং এবং নিরবচ্ছিন্ন পেমেন্ট সল্যুশন— এসব সেবাকে এক প্ল্যাটফর্মে এনে সেবা ম্যানেজার বর্তমানে ১ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। বর্তমানে এই প্ল্যাটফর্মের মাসিক ফ্যাসিলিটেশনের পরিমাণ ৫০ লাখ টাকারও বেশি।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের কো-ফাউন্ডার অ্যান্ড সিইও আদনান ইমতিয়াজ হালিম এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক, হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম এবং হেড অব রিস্ক অ্যানালিটিক্স অ্যান্ড এআই ল্যাব এস এম ইশতিয়াক। সেবা মার্চেন্টস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ রাকিব উদ্দিন।

এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান প্রযুক্তিগত উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে সেবা ইকোসিস্টেমের হাজারো মার্চেন্টদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থায়ন সুবিধা ছাড়াও সেবা ম্যানেজার প্ল্যাটফর্মের মার্চেন্টরা ব্র্যাক ব্যাংকের বৈচিত্র্যময় ফাইন্যান্সিয়াল সল্যুশন এবং ব্র্যাক ব্যাংকের এমএসএমই গ্রাহকেরা সেবা মার্চেন্টস লিমিটেডের বিভিন্ন সল্যুশন উপভোগের সুযোগ পাবেন।

এই চুক্তির মাধ্যমে তিনটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে: সেবা ইকোসিস্টেমের ভেরিফায়েড মার্চেন্টদের স্ট্রাকচার্ড ঋণ সহায়তা, ই-কমার্স ও মার্কেটপ্লেস ডায়নামিকস বিষয়ে সেলস টিমের দক্ষতা বাড়াতে যৌথভাবে সক্ষমতা–বৃদ্ধি কর্মশালা আয়োজন এবং সেবা মার্চেন্ট ও ব্র্যাক ব্যাংকের এমএসএমই গ্রাহকদের জন্য উন্নত ফাইন্যান্সিয়াল সল্যুশন তৈরিতে ধারাবাহিক ইনোভেশনকে উৎসাহিত করা।

চুক্তি অনুযায়ী ব্র্যাক ব্যাংক সেবা–নিবন্ধিত মার্চেন্টদের অর্থায়ন সুবিধা প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে উদ্যোগটি সারাদেশের প্রায় ৫০,০০০ মার্চেন্টকে সেবা দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে, যা মার্কেটের প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে সম্প্রসারণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com