আমেরিকান স্বপ্ন বাস্তবায়নে জাতিগত ঐক্যের বিকল্প নেই: শাহানা হানিফ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে বিজয় লাভের পর বলেছেন, আমেরিকান স্বপ্ন অর্জনে জাতিগত ঐক্যের কোনো বিকল্প নেই।

২৩ নভেম্বর ব্রুকলিনের চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতির আয়োজিত এক সংবর্ধনা সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহানা হানিফ বলেন, গত চার বছর প্রগতিশীল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সিটি মেয়রের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জানুয়ারিতে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নেবেন জোহরান মামদানি। প্রগতিশীল দৃষ্টিভঙ্গির রাজনীতিবিদ হিসেবে তার আমলে এসব অসুবিধা কাটিয়ে ওঠা সহজ হবে।

শাহানা বলেন, “বাংলাদেশি কমিউনিটি যুক্তরাষ্ট্রের দ্রুত অগ্রসরমান কমিউনিটিগুলোর একটি। রাজনীতিতে এই গতি ধরে রেখে আমেরিকান সমাজে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। যেন ব্যালটের লড়াইয়ের মাধ্যমেই আমরা নিজেদের ভবিষ্যৎকে শক্তিশালী করতে পারি।”

রীতি অনুযায়ী একই আসনে দুই মেয়াদের বেশি সুযোগ না থাকায় ভবিষ্যতে সিটি কম্পট্রোলার, মেয়র অথবা কংগ্রেসসহ অন্যান্য পদে লড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। শাহানা বলেন, “জনসেবা আমার ভালো লাগে। মানুষের পাশে থাকতে চাই সৎভাবে।”

তিনি আরও উল্লেখ করেন, ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারিম্যান ও রেস্টুরেন্ট শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে সব আন্দোলনে তিনি পাশে ছিলেন। সম্প্রতি ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে কয়েকজন বাংলাদেশি শ্রমিকের বকেয়া বেতন আদায়ের লড়াইয়ে সহায়তা করায় তারা প্রায় তিন মিলিয়ন ডলার পাচ্ছেন। অভিবাসন, গৃহায়ন, ভাড়াটিয়া-বাড়ির মালিক বিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে তার অফিস সেবা দিয়ে যাচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের, পরিচালনা করেন সেক্রেটারি আরিফুল ইসলাম আরিফ। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। এ সময় শাহানা হানিফকে চট্টগ্রাম সমিতির ‘আজীবন সম্মাননা সদস্য’ হিসেবে ঘোষণা করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপির বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে

» লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না : নজরুল ইসলাম খান

» দ্রুত সময়ের মধ্যে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণের আশা ফায়ার সার্ভিসের

» আওয়ামী লীগের মত আরও একটি দল আবারও সেই ফ্যাসিবাদ কায়েম করতে চায়: মামুনুল হক

» দখলবাজির অভিযোগ পেলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা রাঁশেদ খানের

» ভয়াবহ আগুনে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

» নির্বাচন সামনে রেখে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ফ্রান্সের সহায়তা চান তৈয়্যব

» প্রান্তিক জনগোষ্ঠীর প্রাণিজ আমিষ যোগানে প্রাণিসম্পদ খাত এখন প্রতিষ্ঠিত : প্রধান উপদেষ্টা

» শাহজালাল বিমানবন্দরে আগুন নাশকতা ছিল না : প্রেস সচিব

» নাটোর প্রেসক্লাবের নব-নিবার্চিত নির্বাহী পরিষদ সদস্যদের বড়াইগ্রামে সংবর্ধনা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমেরিকান স্বপ্ন বাস্তবায়নে জাতিগত ঐক্যের বিকল্প নেই: শাহানা হানিফ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে বিজয় লাভের পর বলেছেন, আমেরিকান স্বপ্ন অর্জনে জাতিগত ঐক্যের কোনো বিকল্প নেই।

২৩ নভেম্বর ব্রুকলিনের চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতির আয়োজিত এক সংবর্ধনা সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহানা হানিফ বলেন, গত চার বছর প্রগতিশীল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সিটি মেয়রের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জানুয়ারিতে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নেবেন জোহরান মামদানি। প্রগতিশীল দৃষ্টিভঙ্গির রাজনীতিবিদ হিসেবে তার আমলে এসব অসুবিধা কাটিয়ে ওঠা সহজ হবে।

শাহানা বলেন, “বাংলাদেশি কমিউনিটি যুক্তরাষ্ট্রের দ্রুত অগ্রসরমান কমিউনিটিগুলোর একটি। রাজনীতিতে এই গতি ধরে রেখে আমেরিকান সমাজে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। যেন ব্যালটের লড়াইয়ের মাধ্যমেই আমরা নিজেদের ভবিষ্যৎকে শক্তিশালী করতে পারি।”

রীতি অনুযায়ী একই আসনে দুই মেয়াদের বেশি সুযোগ না থাকায় ভবিষ্যতে সিটি কম্পট্রোলার, মেয়র অথবা কংগ্রেসসহ অন্যান্য পদে লড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। শাহানা বলেন, “জনসেবা আমার ভালো লাগে। মানুষের পাশে থাকতে চাই সৎভাবে।”

তিনি আরও উল্লেখ করেন, ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারিম্যান ও রেস্টুরেন্ট শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে সব আন্দোলনে তিনি পাশে ছিলেন। সম্প্রতি ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে কয়েকজন বাংলাদেশি শ্রমিকের বকেয়া বেতন আদায়ের লড়াইয়ে সহায়তা করায় তারা প্রায় তিন মিলিয়ন ডলার পাচ্ছেন। অভিবাসন, গৃহায়ন, ভাড়াটিয়া-বাড়ির মালিক বিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে তার অফিস সেবা দিয়ে যাচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের, পরিচালনা করেন সেক্রেটারি আরিফুল ইসলাম আরিফ। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। এ সময় শাহানা হানিফকে চট্টগ্রাম সমিতির ‘আজীবন সম্মাননা সদস্য’ হিসেবে ঘোষণা করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com