সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই শোক করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ সকাল সাড়ে দশটার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে এখন পর্যন্ত ৭জনের প্রাণহানির এবং অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর এসেছে। তারমধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী এবং নারায়ণগঞ্জ ও নরসিংদীতে দুই জন করে মোট চার জন নিহত হয়েছেন।
বলা হয়, অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকার মতো অন্যান্য নগরবাসীর জীবন অত্যন্ত সংকটাপন্ন। একের পর এক অগ্নিকাণ্ডসহ, দুর্যোগ কিংবা ভূমিকম্পের ঘটনা ঘটলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির পক্ষ থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভূমিকম্পের কারণ ও ক্ষয়ক্ষতি চিহ্নিত করে অচিরেই টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থাগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অন্যান্য সহায়তা করার জন্য জোর দাবি জানাচ্ছি।
এনসিপি এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।







