ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। স্বজনদের অভিযোগ বন্ধুর সঙ্গে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এনায়েতবাজার কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে দেওয়ার পর সানি নামে এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেননি। বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন আকাশের ওপর হামলা চালায়। একপর্যায় আকাশকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা চিহ্নিত করার কাজ চলছে। দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে।







