সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
ওসি জানান, রবিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার আরশিনগর এলাকায় উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ইয়াকুব আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কামালের বাড়ি ঢাকার সাভার মডেল থানার পোরাবাড়ি বেদেপল্লীতে।
ডিবি কর্মকর্তা আরও জানান, কামালের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।







