সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে মালিকবিহীন আমদানি নিষিদ্ধ ৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করেছে বিজিবি।
আজ সকালে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধের একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানিয়েছেন, বিজিবি সীমান্ত এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।







