ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানায়, রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি সাতক্ষীরায় আত্মগোপনে আছে, এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী-এর যৌথ অভিযানিক দল মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. রফিক শেখকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







