সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ভোররাতে ২১ বিজিবির দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। আটককৃত আতাউর রহমান দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ধান রাখার একটি গোলাঘর তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরবর্তীতে অস্ত্রসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়।







