সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিমানবন্দর স্টেশনে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, ম্যাগজিন, বিস্ফোরক জব্দসহ চার জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় বনলতা এক্সপ্রেসে ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা, রেলওয়ে পুলিশের সহায়তায় নিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযানে চালানো হয়।
অভিযানের ট্রেনের একটি বগি থেকে আটটি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, গান পাউডার ও প্লান্টিক বিস্ফোরক জব্দ করা হয়েছে। এসময় চার জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আগামীতেও যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







