সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবাও জব্দ করা হয়।
শুক্রবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সরকারি পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রোহিঙ্গা ক্যাম্পে পাচারের উদ্দেশে ইয়াবা মজুদ করা আছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযানে নামে। ক্যাম্পে তল্লাশির পর দিলবাহারের ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা জব্দ করা হয়।







