ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :এমপিওভুক্ত শিক্ষকরা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন। যুমনা অভিমুখে কর্মসূচি পালন করতে শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার জনস্রোতে পরিণত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হয়।
আজ ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করতে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে এসেছেন। তারা চাকরি জাতীয়করণ, ২০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দিয়ে শহীদ মিনারের চারপাশ ঘিরে অবস্থান নিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোওয়ার হোসেন আজিজি সবাইকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি জানান, আমাদের দাবি নিয়ে টালবাহানা চলবে না। আমরা দাবি নিয়ে মাঠে এসেছি, তা আদায় করে ঘরে ফিরব। আমরা শিক্ষকরা বারবার অবহেলিত হই। আমরা আমাদের দাবি আদায়ে সক্রিয় হয়েই মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছি।