মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  মিসরের শারম আল শেখে সোমবার অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলনে। তাতে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা। ওই সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোও উপস্থিত ছিলেন। এখানেই ব্যক্তিগত একটি বিষয়ে আলাপ করেন ট্রাম্প ও প্রাবোয়ো। তবে সেটি অসাবধনতাবশত মাইক্রোফোনে রেকর্ড হয় এবং পরবর্তীতে তা ফাঁস হয়।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে ছেলে এরিক ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো। সোমবার মিসরে গাজা শান্তি সম্মেলনে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চেই তিনি এই অনুরোধ জানান; যা মাইক্রোফোনের রেকর্ডে ধরা পড়েছে। কিন্তু দুই প্রেসিডেন্টের কেউই বুঝতে পারেননি লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে তাদের এই আলোচনা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাত্র ভাষণ শেষ করে মাইক্রোফোনের পাশেই দাঁড়িয়েছেন। আর তখনই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এক আবদার করে বসেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ট্রাম্প অরগানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিকের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে পারবেন কি না।

 

ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ও প্রাবোয়ো দু’জনের কেউই তখন বুঝতে পারেননি, তাদের কথা লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে।

 

এই ঘটনার বিষয়ে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প অরগানাইজেশনের ইন্দোনেশীয় ব্যবসায়িক অংশীদার এমএনসি গ্রুপ কোনও মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে দুই প্রেসিডেন্টের এই আলোচনা ট্রাম্প অরগানাইজেশন কিংবা প্রেসিডেন্ট ও তার পরিবারের কোনও ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত ছিল কি না, রেকর্ডিংয়ে সেটি পরিষ্কার নয়।

 

মাইক্রোফোনের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে উদ্দেশ করে প্রাবোয়ো এক পর্যায়ে বলেন, “একটি অঞ্চল নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।” তারপর প্রশ্ন করেন, আমি কি এরিকের সঙ্গে দেখা করতে পারি?

 

জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি এরিককে ফোন করতে বলব। করব কি? সে খুব ভালো ছেলে। আমি ওকে বলব ফোন করতে।’’

 

এরপর প্রাবোয়ো বলেন, ‘‘হ্যারির সঙ্গে দেখা করব, আমরা একটি ভালো জায়গা খুঁজব।’’ ট্রাম্প আবার বলেন, আমি এরিককে বলব আপনাকে ফোন করতে। প্রাবোয়ো তখন বলেন, ‘‘এরিক অথবা ডোনাল্ড জুনিয়র।’’

 

এরিক ট্রাম্প ও তার ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দু’জনই ট্রাম্প অরগানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই সংস্থাটি রিয়েল এস্টেট, হসপিটালিটি ও ব্লকচেইন-ভিত্তিক ব্যবসার সঙ্গে জড়িত।

 

প্রাবোয়ো যে হ্যারির কথা উল্লেখ করেছেন, তিনি কে সেটি স্পষ্ট নয়। যদিও এমএনসি গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান হ্যারি তানোসোয়েদিবজো ট্রাম্প অরগানাইজেশনের দীর্ঘদিনের অংশীদার। চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।

 

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো বলেছেন, ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট কী বিষয়ে কথা বলেছেন তা তিনি জানেন না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আলোচনাটি রাষ্ট্রীয় বিষয়ের বাইরেও হতে পারে বলে জানিয়েছেন তিনি।

 

প্রাবোয়ো কি তানোসোয়েদিবজোর কথা বলেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রেকর্ডটি শোনেননি।

 

ট্রাম্প অরগানাইজেশনের সঙ্গে যৌথভাবে জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে একটি রিসোর্ট প্রকল্প পরিচালনা করছে এমএনসি গ্রুপের ব্যবসায়িক প্রতিষ্ঠান এমএনসি ল্যান্ড। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার পরিবেশ মন্ত্রণালয় পানি ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যার কারণে এমএনসি ল্যান্ডকে প্রকল্পের কাজ স্থগিত রাখার নির্দেশ দেয়।

 

এছাড়া, ট্রাম্প অরগানাইজেশন ও এমএনসি ল্যান্ড ইন্দোনেশিয়ার বালি দ্বীপের তাবানানে একটি বিলাসবহুল রিসোর্ট ও গলফ ক্লাব নির্মাণ করছে। ট্রাম্প অরগানাইজেশনের ওয়েবসাইটে প্রকল্পটি ‘কমিং সুন’ হিসেবে তালিকাভুক্ত রয়েছে। সূত্র:রয়টার্স, দ্য গার্ডিয়ান

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

» কাজলের এআই ভিডিও, বিপাকে নেটিজেনরা

» প্রথমবার কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

» শুধু লোক বদলে দিলে দেশ বদলাবে না, সিস্টেম বদলাতে হবে : তথ্য উপদেষ্টা

» বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান

» কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

» ইউক্রেন যুদ্ধ শুরুর পর অস্ত্র উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে রাশিয়ার

» বছরের শুরুতে বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম ব্যবহার

» অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা

» ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান : ইসি সচিব

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  মিসরের শারম আল শেখে সোমবার অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলনে। তাতে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা। ওই সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোও উপস্থিত ছিলেন। এখানেই ব্যক্তিগত একটি বিষয়ে আলাপ করেন ট্রাম্প ও প্রাবোয়ো। তবে সেটি অসাবধনতাবশত মাইক্রোফোনে রেকর্ড হয় এবং পরবর্তীতে তা ফাঁস হয়।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে ছেলে এরিক ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো। সোমবার মিসরে গাজা শান্তি সম্মেলনে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চেই তিনি এই অনুরোধ জানান; যা মাইক্রোফোনের রেকর্ডে ধরা পড়েছে। কিন্তু দুই প্রেসিডেন্টের কেউই বুঝতে পারেননি লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে তাদের এই আলোচনা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাত্র ভাষণ শেষ করে মাইক্রোফোনের পাশেই দাঁড়িয়েছেন। আর তখনই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এক আবদার করে বসেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ট্রাম্প অরগানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিকের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে পারবেন কি না।

 

ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ও প্রাবোয়ো দু’জনের কেউই তখন বুঝতে পারেননি, তাদের কথা লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে।

 

এই ঘটনার বিষয়ে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প অরগানাইজেশনের ইন্দোনেশীয় ব্যবসায়িক অংশীদার এমএনসি গ্রুপ কোনও মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে দুই প্রেসিডেন্টের এই আলোচনা ট্রাম্প অরগানাইজেশন কিংবা প্রেসিডেন্ট ও তার পরিবারের কোনও ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত ছিল কি না, রেকর্ডিংয়ে সেটি পরিষ্কার নয়।

 

মাইক্রোফোনের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে উদ্দেশ করে প্রাবোয়ো এক পর্যায়ে বলেন, “একটি অঞ্চল নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।” তারপর প্রশ্ন করেন, আমি কি এরিকের সঙ্গে দেখা করতে পারি?

 

জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি এরিককে ফোন করতে বলব। করব কি? সে খুব ভালো ছেলে। আমি ওকে বলব ফোন করতে।’’

 

এরপর প্রাবোয়ো বলেন, ‘‘হ্যারির সঙ্গে দেখা করব, আমরা একটি ভালো জায়গা খুঁজব।’’ ট্রাম্প আবার বলেন, আমি এরিককে বলব আপনাকে ফোন করতে। প্রাবোয়ো তখন বলেন, ‘‘এরিক অথবা ডোনাল্ড জুনিয়র।’’

 

এরিক ট্রাম্প ও তার ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দু’জনই ট্রাম্প অরগানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই সংস্থাটি রিয়েল এস্টেট, হসপিটালিটি ও ব্লকচেইন-ভিত্তিক ব্যবসার সঙ্গে জড়িত।

 

প্রাবোয়ো যে হ্যারির কথা উল্লেখ করেছেন, তিনি কে সেটি স্পষ্ট নয়। যদিও এমএনসি গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান হ্যারি তানোসোয়েদিবজো ট্রাম্প অরগানাইজেশনের দীর্ঘদিনের অংশীদার। চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।

 

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো বলেছেন, ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট কী বিষয়ে কথা বলেছেন তা তিনি জানেন না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আলোচনাটি রাষ্ট্রীয় বিষয়ের বাইরেও হতে পারে বলে জানিয়েছেন তিনি।

 

প্রাবোয়ো কি তানোসোয়েদিবজোর কথা বলেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রেকর্ডটি শোনেননি।

 

ট্রাম্প অরগানাইজেশনের সঙ্গে যৌথভাবে জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে একটি রিসোর্ট প্রকল্প পরিচালনা করছে এমএনসি গ্রুপের ব্যবসায়িক প্রতিষ্ঠান এমএনসি ল্যান্ড। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার পরিবেশ মন্ত্রণালয় পানি ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যার কারণে এমএনসি ল্যান্ডকে প্রকল্পের কাজ স্থগিত রাখার নির্দেশ দেয়।

 

এছাড়া, ট্রাম্প অরগানাইজেশন ও এমএনসি ল্যান্ড ইন্দোনেশিয়ার বালি দ্বীপের তাবানানে একটি বিলাসবহুল রিসোর্ট ও গলফ ক্লাব নির্মাণ করছে। ট্রাম্প অরগানাইজেশনের ওয়েবসাইটে প্রকল্পটি ‘কমিং সুন’ হিসেবে তালিকাভুক্ত রয়েছে। সূত্র:রয়টার্স, দ্য গার্ডিয়ান

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com