ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শিক্ষা ভবন এলাকায় অবস্থানরত সাত কলেজের শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অ্যাডিশনাল ডিআইজি সানা শামীনুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি ইতোমধ্যে স্বীকৃত এবং প্রক্রিয়াধীন রয়েছে। তাই সড়কে অবস্থান করলেও তা কোনো সমাধান বয়ে আনবে না।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি নির্ধারিত সময়ের মধ্যে সমাধান হবে। তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবি জানে এবং বিষয়টি নিয়ে কার্যক্রম করছে। তাই আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, এই জায়গায় অবস্থান করে কোনো লাভ হবে না। শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়াই উত্তম।
পুলিশ শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ বিক্ষোভ নিশ্চিত করতে মনোনিবেশ করেছে জানিয়ে অ্যাডিশনাল ডিআইজি আরও বলেন, প্রশাসন চাইছে শিক্ষার্থীরা কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই সুষ্ঠুভাবে ফেরত যেতে পারে।
এর আগে বেলা ১১টার পর থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ চালাচ্ছেন। সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল করে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এর ফলে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড বসিয়েছে এবং শিক্ষার্থীদের অগ্রসর হওয়া সীমিত করেছে।
শিক্ষার্থীরা বলেন, তারা সরকারের কাছে দীর্ঘদিনের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। তবে পুলিশ ও প্রশাসনের অনুরোধ মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।