গাজা টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুত তুরস্ক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের ওপর অর্পিত যেকোনও মিশন গ্রহণ করতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

শুক্রবার এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তুর্কি বাহিনী গাজা টাস্ক ফোর্সে যোগ দেবে কি না এমন প্রশ্নের জবাবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন- বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত অসংখ্য আন্তর্জাতিক মিশনে সেনাবাহিনী পূর্বে অংশগ্রহণ করেছে।

 

তিনি বলেন, তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকল পক্ষের সম্মান অর্জন করেছে। শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী তাদের ওপর অর্পিত যেকোনও মিশন গ্রহণ করতে প্রস্তুত।

 

আকতুর্ক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তুর্কির মধ্যস্থতা প্রচেষ্টার ফলে গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। তিনি গত দুই বছর ধরে তীব্র মানবিক সংকটের সম্মুখীন এই অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং পুনর্গঠন শুরু করার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

 

তিনি বলেন, আমরা আশা করি যুদ্ধবিরতি একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে এবং শেষ পর্যন্ত দুই-রাষ্ট্রীয় সমাধানের পরিবেশ তৈরি করবে।

 

শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরুর পর এই মন্তব্য করল তুরস্ক।

 

এদিকে সিরিয়ার উন্নয়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সেখানে সাম্প্রতিক নির্বাচনকে দেশের ঐক্য, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে আঙ্কারা।

 

এছাড়া ইউরোফাইটার জেট কেনার জন্য তুরস্কের চলমান প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বাহিনীর বহরের বৈচিত্র্যকরণ এবং আধুনিকীকরণের প্রক্রিয়া তুর্কির জাতীয় ফাইটার জেট ‘কান’ পরিষেবায় প্রবেশ না করা পর্যন্ত অব্যাহত থাকবে। সূত্র: আনাদোলু এজেন্সি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘শুনেছি- বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, এখন সেই ভার আমার কাঁধে’

» জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থ হচ্ছে: রফিকুল ইসলাম

» জন্মে নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি

» জোবায়েদ হত্যা: সঠিক তথ্য আমাদের কাছে আছে, কাল সুসংবাদ দিতে পারবো- লালবাগ ডিসি

» প্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

» স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম

» বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ জন গ্রেফতার

» নতুন কর্মসূচির ঘোষণা দিলেন আন্দোলনরত শিক্ষকরা

» দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম

» নেতানিয়াহু কানাডায় পা রাখলে গ্রেপ্তার করা হবে: মার্ক কার্নি

উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজা টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুত তুরস্ক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের ওপর অর্পিত যেকোনও মিশন গ্রহণ করতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

শুক্রবার এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তুর্কি বাহিনী গাজা টাস্ক ফোর্সে যোগ দেবে কি না এমন প্রশ্নের জবাবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন- বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত অসংখ্য আন্তর্জাতিক মিশনে সেনাবাহিনী পূর্বে অংশগ্রহণ করেছে।

 

তিনি বলেন, তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকল পক্ষের সম্মান অর্জন করেছে। শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী তাদের ওপর অর্পিত যেকোনও মিশন গ্রহণ করতে প্রস্তুত।

 

আকতুর্ক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তুর্কির মধ্যস্থতা প্রচেষ্টার ফলে গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। তিনি গত দুই বছর ধরে তীব্র মানবিক সংকটের সম্মুখীন এই অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং পুনর্গঠন শুরু করার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

 

তিনি বলেন, আমরা আশা করি যুদ্ধবিরতি একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে এবং শেষ পর্যন্ত দুই-রাষ্ট্রীয় সমাধানের পরিবেশ তৈরি করবে।

 

শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরুর পর এই মন্তব্য করল তুরস্ক।

 

এদিকে সিরিয়ার উন্নয়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সেখানে সাম্প্রতিক নির্বাচনকে দেশের ঐক্য, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে আঙ্কারা।

 

এছাড়া ইউরোফাইটার জেট কেনার জন্য তুরস্কের চলমান প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বাহিনীর বহরের বৈচিত্র্যকরণ এবং আধুনিকীকরণের প্রক্রিয়া তুর্কির জাতীয় ফাইটার জেট ‘কান’ পরিষেবায় প্রবেশ না করা পর্যন্ত অব্যাহত থাকবে। সূত্র: আনাদোলু এজেন্সি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com