টাইগ্রেসদের সামনে আজ ইতিহাস গড়ার হাতছানি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে ২০২২ সালের আসরে। সেবার পাকিস্তানকে হারিয়ে বিশ্ব মঞ্চে একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজের মেয়েরা। এবার ৫০ ওভারের সংস্করণের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো খেলছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে টাইগ্রেস অধিনায়ক পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে চান বলে জানিয়েছিলেন। যেমন কথা তেমন কাজ। এবারের আসর নিগার বাহিনী শুরুই করেছে জয় দিয়ে।

 

প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ফাতেমা সানার দলের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় তারা। নিগাররা তাদের প্রথম লক্ষ্যবস্তু পাকিস্তানকে পরাজিত করেছেন। ২০ অক্টোবর দ্বিতীয় লক্ষ্যবস্তু লঙ্কান মেয়েদের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এর আগে আজ মঙ্গলবার জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

 

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাও ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের ২৩৪ রানের জবাবে ১৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। তবে কঠিন হলেও এবারের আসরে ইংলিশ বধের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। এমনটি হলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের এক আসরে দুইটি ম্যাচ জয়ের কৃতি গড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা।

 

ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার কথায় ফুটে উঠেছে বাস্তববাদী মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তিনি জানিয়েছেন, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী তারা। সাম্প্রতিক পাকিস্তান জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান জ্যোতি।

 

টাইগ্রেস অধিনায়ক বলেন, যদি ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-সব বিভাগে একসঙ্গে অবদান রাখতে পারি, তাহলে যে কোনো দলকে হারানো সম্ভব। বাস্তবিকভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, কম ভুল করতে চাই এবং আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।

 

বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংলিশ মেয়েরাও। গুয়াহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামা প্রোটিয়া মেয়েদের মাত্র ৬৯ রানে অলআউট করে দেয় ইংলিশ বোলাররা। ৭০ রানের টার্গেট মাত্র ৮৫ বলেই স্পর্শ করে ফেলে ইংল্যান্ড। টি-২০তেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ।

 

আজ মঙ্গল্বারের ম্যাচে ইংলিশরা ফেবারিট হলেও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী নিগার বাহিনী। পাকিস্তান ম্যাচের মতো বল হাতে মারুফা, নাহিদা, স্বর্ণা ও ব্যাট হাতে ঝিলেকরা জ্বলে উঠলেই তা সম্ভব হবে বলে সমর্থকদের আশা।

 

আর এসব কারণেই ইংল্যান্ডও সচেতন বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। ইংলিশ অলরাউন্ডার চার্লি ডিন বলেন, পাকিস্তানের বিপক্ষে দারুণভাবে জিতে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। তাদের বোলিং আক্রমণ অসাধারণ, বিশেষ করে এই কন্ডিশনে তারা অনেক ভালো খেলে। আমরা চেষ্টা করবো শুরুতেই মারুফার সুইং সামলাতে এবং এরপর স্পিনের বিপক্ষে সেট হয়ে দীর্ঘ ইনিংস খেলতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এলাকার মানুষের ভালোবাসা-সমর্থন-ভোট ছাড়া কিছুই চাই না

» হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

» জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে অংশ নেয়া তরুণদের বিরুদ্ধে মামলা হতে পারে: সামান্তা শারমিন

» ঢাকা-২০ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন মুকুল

» ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি এক-এগারো হবে: রাশেদ খান

» জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়: হেফাজত আমির

» জামায়াত নয়, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি: সালাহউদ্দিন

» বৈষম্যমূলক ধারণা রোধ করতে না পারলে রাজনীতিবিদদের ভোট দেব না: অ্যাটর্নি জেনারেল

» নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে ঝামেলা হতে পারে: সেলিমা রহমান

» বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার দেশীয় মদসহ ২ জন আটক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টাইগ্রেসদের সামনে আজ ইতিহাস গড়ার হাতছানি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে ২০২২ সালের আসরে। সেবার পাকিস্তানকে হারিয়ে বিশ্ব মঞ্চে একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজের মেয়েরা। এবার ৫০ ওভারের সংস্করণের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো খেলছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে টাইগ্রেস অধিনায়ক পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে চান বলে জানিয়েছিলেন। যেমন কথা তেমন কাজ। এবারের আসর নিগার বাহিনী শুরুই করেছে জয় দিয়ে।

 

প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ফাতেমা সানার দলের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় তারা। নিগাররা তাদের প্রথম লক্ষ্যবস্তু পাকিস্তানকে পরাজিত করেছেন। ২০ অক্টোবর দ্বিতীয় লক্ষ্যবস্তু লঙ্কান মেয়েদের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এর আগে আজ মঙ্গলবার জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

 

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাও ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের ২৩৪ রানের জবাবে ১৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। তবে কঠিন হলেও এবারের আসরে ইংলিশ বধের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। এমনটি হলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের এক আসরে দুইটি ম্যাচ জয়ের কৃতি গড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা।

 

ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার কথায় ফুটে উঠেছে বাস্তববাদী মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তিনি জানিয়েছেন, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী তারা। সাম্প্রতিক পাকিস্তান জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান জ্যোতি।

 

টাইগ্রেস অধিনায়ক বলেন, যদি ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-সব বিভাগে একসঙ্গে অবদান রাখতে পারি, তাহলে যে কোনো দলকে হারানো সম্ভব। বাস্তবিকভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, কম ভুল করতে চাই এবং আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।

 

বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংলিশ মেয়েরাও। গুয়াহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামা প্রোটিয়া মেয়েদের মাত্র ৬৯ রানে অলআউট করে দেয় ইংলিশ বোলাররা। ৭০ রানের টার্গেট মাত্র ৮৫ বলেই স্পর্শ করে ফেলে ইংল্যান্ড। টি-২০তেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ।

 

আজ মঙ্গল্বারের ম্যাচে ইংলিশরা ফেবারিট হলেও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী নিগার বাহিনী। পাকিস্তান ম্যাচের মতো বল হাতে মারুফা, নাহিদা, স্বর্ণা ও ব্যাট হাতে ঝিলেকরা জ্বলে উঠলেই তা সম্ভব হবে বলে সমর্থকদের আশা।

 

আর এসব কারণেই ইংল্যান্ডও সচেতন বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। ইংলিশ অলরাউন্ডার চার্লি ডিন বলেন, পাকিস্তানের বিপক্ষে দারুণভাবে জিতে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। তাদের বোলিং আক্রমণ অসাধারণ, বিশেষ করে এই কন্ডিশনে তারা অনেক ভালো খেলে। আমরা চেষ্টা করবো শুরুতেই মারুফার সুইং সামলাতে এবং এরপর স্পিনের বিপক্ষে সেট হয়ে দীর্ঘ ইনিংস খেলতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com